Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

রোনালদোর ইউনাইটেডকে উড়িয়ে দিল সিটি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ৮:৪৭ এএম

প্রিমিয়ার লিগে রোববার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ইউনাইটেডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের প্রথমার্ধে তাদের প্রথম দুই গোল করেন কেভিন ডে ব্রুইনে, দ্বিতীয়ার্ধে পরের দুটি রিয়াদ মাহরেজ। ইউনাইটেডের একমাত্র গোলটি করেন জ্যাডন স্যানচো।
চোটের কারলে এই ম্যাচে ছিলেন না ইউনাইটেডের পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।

পুরো ম্যাচে বল দখলে আধিপত্যের পাশাপাশি গোলের জন্য ২৪টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখে সিটি। বিপরীতে ইউনাইটেডের পাঁচ শটের দুটি লক্ষ্যে ছিল। ম্যাচের শুরুতে পঞ্চম মিনিটেই এগিয়ে যায় সিটি। বের্নার্দো সিলভা পাস দেন বক্সে। ছুটে গিয়ে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ডে ব্রুইনে।

তবে অষ্টম মিনিটে প্রথম সুযোগ পায় ইউনাইটেড। কিন্তু দ্রুত এগিয়ে এসে তাকে রুখে দেন তারই স্বদেশী গোলরক্ষক এদেরসন। পাল্টা আক্রমণ থেকে ২২তম মিনিটে স্যানচোর দারুণ গোলে সমতায় ফেরে ইউনাইটেড। পল পগবার বাড়ানো বল ধরে জায়গা বানিয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ইংলিশ ফরোয়ার্ড।

২৭ মিনিটে লিড পুনরুদ্ধার করে সিটি। সিলভার শট রুখে দেন হ্যারি ম্যাগুইয়ার। আলেক্স তেলেস পারেননি ক্লিয়ার করতে। ছয় গজ বক্সের মুখ থেকে শটে নিজের দ্বিতীয় গোল করেন ডে ব্রুইনে। বিরতির পর ৬৭তম মিনিটে ৩-১ গোলে এগিয়ে যায় তারা। বেলজিয়ান মিডফিল্ডারের কর্নারে মাহরেজের বাঁ পায়ের দারুণ হাফ ভলিতে বল ম্যাগুইয়ারের পা ছুঁয়ে জালে জড়ায়।

৮২তম মিনিটে দে হেয়ার নৈপুণ্যে ব্যবধান বাড়েনি। জোয়াও কানসেলোর অ্যাক্রোবেটিক শট ঝাঁপিয়ে ঠেকান তিনি। ৮৮তম মিনিটে কাছ থেকে বল বাইরে মারেন অরক্ষিত ইলকাই গিনদোয়ান। তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন মাহরেজ। গিনদোয়ানের বাড়ানো বল ধরে দে হেয়াকে পরাস্ত করেন তিনি। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত। বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এ জুয়ের ফলে ২৮ ম্যাচে ২২ জয় ও ৩ ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। ২৬ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চেলসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ