Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এলচেকে হারিয়ে তিনে উঠে গেল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ৮:৪০ এএম

লা লিগায় রোববার রাতে এলচের বিপক্ষে ম্যাচটি ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। ম্যাচে ফিদেল চাভেসের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ফেররান তরেস। শেষ দিকে বদলি নামার ১০ মিনিটের মধ্যে বার্সার জয়সূচক গোলটি করেন মেমফিস ডিপাই। এ নিয়ে লা লিগায় এই নিয়ে টানা তৃতীয় ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ জয় পেয়েছে কাতালান ক্লাবটি। জিতে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠেছে তারা।

ম্যাচের ২৭তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় বার্সেলোনা। দেম্বেলের শট গোলরক্ষক লাফিয়ে ঠেকালেও হাতে বল রাখতে পারেননি। তবে ম্যাচের প্রথম ৩০ মিনিটে প্রতিপক্ষের চাপ সামলে পাল্টা আক্রমণে ওঠে এলচে। ৩৭তম মিনিটে তারাও নিশ্চিত সুযোগ পায়। কিন্তু ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও উড়িয়ে মারেন তেতে মরেন্তে।

৪৪ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সে ঢুকে দারুণ কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ মিডফিল্ডার ফিদেল চাভেস। প্রথমার্ধে গোলের উদেশ্যে তাদের চার শটের ওই একটিই ছিল লক্ষ্যে। বিপরীতে, বার্সেলোনা ১০ শট নিয়ে চারটি লক্ষ্যে রেখেও কাজের কাজ করতে পারেনি কিছু।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর ম্যাচের ৬০তম মিনিটে সমতা টানেন ফেররান। দেম্বেলের দারুণ ক্রসে ছোট টোকায় বল সামনে বাড়ান জর্দি আলবা। স্প্যানিশ ফরোয়ার্ডের এটি বার্সেলোনার হয়ে লা লিগায় প্রথম গোল। এরপর ম্যাচের ৮৪তম মিনিটে সফল স্পট কিকে জয়সূচক গোলটি করেন মেমফিস। ডি-বক্সে আন্তোনিও বারাগানের হাতে বল লাগলে পেনাল্টিটি পায় বার্সেলোনা।

২-১ গোলে পিছিয়ে পরে শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে শেষ দিকে প্রবল চাপ তৈরি করে এলচে। তবে সেই চেষ্টায় কোন লাভ হয়নি।
এ জয়ের ফলে ২৬ ম্যাচে ১৩ জয় ও ৯ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। ২ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে নেমে গেছে রিয়াল বেতিস। ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ