Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অমৃতসরে বিএসএফের মেসের ভিতরে এলোপাথাড়ি গুলি কনস্টেবলের, মৃত ৫

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২২, ৩:৩৫ পিএম

রোববার সকালে মর্মান্তিক এক ঘটনার সাক্ষী হল ভারতের অমৃতসর। সেখানকার খাসা গ্রামে বিএসএফের মেসের ভিতরে এলোপাথাড়ি গুলি চালালেন এক কনস্টেবল। গুলিতে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত ১। যিনি গুলি চালিয়েছেন, তিনিও মারা গিয়েছেন বলে জানা গিয়েছে।

ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, সাত্তেপ্পা নামের ওই কনস্টেবলটি এদিন সকালে আচমকাই গুলি চালান। আহত বিএসএফ জওয়ানদের হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। আহত জওয়ানকে গুরু নানক দেব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা সংকটজনক। পুলিশ তদন্ত শুরু করেছে।

এদিকে বিএসএফের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ”একটি দুর্ভাগ্যজনক ঘটনায় ৫ বিএসএফ সেনা মারা গিয়েছেন অমৃতসরের খাসায় ক্যাপ্টেন সাত্তেপ্পার চালানো গুলিতে। আহত ৬ জনের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন সাত্তেপ্পাও। আহত সেনার অবস্থাও সংকটজনক। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”

কিন্তু কেন আচমকাই এভাবে গুলি চালালেন ওই বিএসএফ কনস্টেবল? তা অবশ্য এখনও জানা যায়নি। তবে বিএসএফের তরফে জানানো হয়েছে, ঘটনার বিস্তারিত বিবরণ পরে জানানো হবে। সূত্র: টাইমস নাউ।



 

Show all comments
  • jack ali ৬ মার্চ, ২০২২, ৫:১৫ পিএম says : 0
    Excellent news, may Allah kill all the enemy forces. Ameen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ