মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনে যুদ্ধের গুরুগুরু দামামার মাঝে বন্ধুদেশগুলির আবেদন মেনে সাময়িক বিরতি ঘোষণা করেছিল রাশিয়া। শনিবার সাড়ে পাঁচ ঘণ্টা যুদ্ধবিরতি ছিল। কিন্তু বিপর্যস্ত দেশটি থেকে অনেককেই উদ্ধার করা সম্ভব হয়নি এত সংক্ষিপ্ত সময়ে। তাই রোববার দ্বিতীয় দফায় ফের যুদ্ধবিরতি ঘোষণা করল পুতিন প্রশাসন।
মারিওপোল, ভলনোভাখা – এই দুই শহরে আড়াই ঘণ্টা উদ্ধারকাজ চলবে বলে জানা গিয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী, দুপুর ১টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত নির্ধারিত সময়। এর মধ্যে এই দুই শহরে আটকে থাকা মানুষজনকে নিরাপদ স্থানে সরাতে গতি আনতে চলেছে জেলেনস্কি প্রশাসন।
তবে যুদ্ধবিরতির মাঝেও রুশ সেনার অভিযান থেমে নেই। কানিভের জলবিদ্যুৎ কেন্দ্রটি এবার দখলে আনতে মরিয়া তারা। এছাড়া আরও তিনটি বিদ্যুৎকেন্দ্র রয়েছে তাদের নিশানায়। চেরনোবিল পরমাণু কেন্দ্র ইতিমধ্যেই রুশ সেনা দখলে। সেখান থেকে তেজস্ক্রিয়তা ছড়ানো নিয়ে আতঙ্কের আবহ তৈরি হলেও ইউক্রেন নিশ্চিত করেছেন, তা বিপদসীমার মধ্যেই রয়েছে। সোমবার তৃতীয়বারের জন্য ফের আলোচনার টেবিলে বসতে পারে ইউক্রেন-রাশিয়া।
যুদ্ধের মাঝেই মস্কো পৌঁছেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। সূত্রের খবর, তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করে যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেন দীর্ঘক্ষণ। পরে তিনি জেলেনস্কির সঙ্গেও আলোচনা করেছেন বলে খবর। এরপর বেনেট জার্মানির উদ্দেশে রওনা দিয়েছেন। চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে এ বিষয়ে আলোচনা করার সম্ভাবনা। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।