Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষযাত্রায় ডানলপ! আগামী সপ্তাহে হতে চলেছে কারখানার নিলাম

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২২, ১১:৩১ এএম

দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে নিলাম হতে চলেছে ভারতের প্রথম টায়ার কারখানা ডানলপ। সূত্রের খবর, আগামী সপ্তাহে সম্ভবত নিলাম হতে চলেছে এই কারখানা কারখানার। এরপর নিলামের অর্থে ব্যাঙ্ক বা ঋণদাতা সংস্থা থেকে শুরু করে শ্রমিকদের রুপি পরিশোধ করা হবে।

ডানলপ নিয়ে পশ্চিমবঙ্গে জটিলতা শুরু হয়েছিল বাম আমল থেকেই। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন। পরে ক্ষমতায় আসার পর রাজ্য সরকার এই কারখানা অধিগ্রহণ করতে চাইলেও কেন্দ্র তা করতে দেয়নি বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারখানার নিলামের ফলে যে দেশে ডানলপের অস্তিত্ব পুরোপুরি শেষ হতে চলেছে তা নিয়ে এক প্রকারের নিশ্চিত প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকেই।

হুগলির সাহাগঞ্জ এবং তামিলনাড়ুর আম্বাত্তুরে ডানলপ কারখানার শাখার নিলাম করা হবে। উল্লেখ্য, এর আগে একাধিকবার বন্ধ হয়েছে ডানলপ। ২০০৬ সালে রুইয়া গোষ্ঠী এই কারখানার দায়িত্ব নেয়। সেই সময় বকেয়া বাবদ শ্রমিকদের ৩০ হাজার রুপি করে দেওয়ার কথা থাকলেও এককালীন ৫ হাজার রুপির বেশি দেওয়া হয়নি বলে অভিযোগ ছিল শ্রমিকদের। তারপর থেকে মালিকপক্ষ আর শ্রমিকদের মধ্যে চলে দীর্ঘ টানাপোড়েন। মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত।

কলকাতা হাইকোর্ট নিযুক্ত লিকুইডেটর বিজ্ঞপ্তি জারি করে কারখানার যন্ত্রপাতি বিক্রি শ্রমিক এবং অন্যান্য পাওনাদারদের বকেয়া মিটিয়ে দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, হুগলির সাহাগঞ্জ কারখানায় ৫৪ জন স্থায়ী শ্রমিকের প্রায় ২ কোটি এবং ১১৩ জন শ্রমিকের প্রায় সাড়ে ৮ কোটি রুপি বকেয়া রয়েছে। এরমধ্যে হুগলির সাহাগঞ্জ কারখানার স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্য প্রায় সাড়ে ৩০০ কোটি রুপি এবং তামিলনাড়ুর আম্বাত্তুরের এই কারখানার মূল্য ৪০০ কোটি রুপি। সূত্র: হিন্দুস্থান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ