Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়ালের বিপক্ষে আসল রিয়ালের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২২, ৮:১৮ এএম

পিএসজির হারের রাতে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতেই পেনাল্টি গোলে এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। এরপরই আসল রিয়াল মাদ্রিদ জ্বলে উঠে বিরতির আগেই ২-১ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে সোসিয়েদাদের জালে গোল উৎসব করল কার্লো আনচেলত্তির দিলটি। অর্থাত সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগার ম্যাচে রিয়াল সোসিয়েদার বিপক্ষে ৪-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ১০ মিনিটে মিকেল ওইয়ারসাবালের গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন এদুয়ার্দো কামাভিঙ্গা। পরক্ষণেই স্বাগতিকদের এগিয়ে নেন লুকা মদ্রিচ। দ্বিতীয়ার্ধে তাদের বাকি দুটি গোল করেন করিম বেনজেমা ও মার্কো আসেনসিও। এদিন ঢিমেতালে শুরু ম্যাচের নবম মিনিটে আক্রমণে যায় রিয়াল সোসিয়েদাদ। তাতেই পেয়ে যায় গোলের উপলক্ষ। ডি-বক্সে দাভিদ সিলভাকে ডিফেন্ডার দানি কারভাহাল ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ফলে স্পট কিকে দলকে এগিয়ে নেন আরেক স্প্যানিশ ফরোয়ার্ড মিকেল ওইয়ারসাবাল।

অবশেষে ৪০তম মিনিটে দুর্দান্ত এক গোলে সমতা টানেন কামাভিঙ্গা। মদ্রিচের পাস ধরে প্রায় ৩৫ গজ দূর থেকে আচমকা বুলেট গতির শট নেন ফরাসি মিডফিল্ডার। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক। এরপর জ্বলে উঠে রিয়াল। দুই মিনিট পরই জালে বল পাঠান বেনজেমা। রেফারির অফসাইডের বাঁশিতে যদিও গোল মেলেনি। পরের মিনিটেই (৪৩ মিনিটে) অবশ্য আরেকটি চমৎকার গোলে দলকে উচ্ছ্বাসে ভাসান মদ্রিচ।

দ্বিতীয়ার্ধে বেনজামার পরপর দুটি শট ঠেকান গোলরক্ষক আলেক্স রেমিরো। অবশেষে ৭৬ মিনিটে তৃতীয় চেষ্টায় সফল স্পট কিকে হতাশা ঝেড়ে ফেলেন বেনজেমা। আসরে বেনজেমার গোল হলো ২০টি। ৭৯তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় আসেনসিও। এ জয়ের ফলে লিগ টেবিলে সেভিয়ার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল। ২৭ ম্যাচে ১৯ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট ৬৩। সেভিয়ার অর্জন ৫৫ পয়েন্ট।

২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল বেতিস। বার্সেলোনা ২৫ ম্যাচে ৪৫ পয়েন্‌ট নিয়ে আছে তাদের পরে। লা লিগায় টানা তিন জয়ের আত্মবিশ্বাস নিয়ে আগামী বুধবার মেসি-নেইমারদের পিএসজির মুখোমুখি হবে রিয়াল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ