মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইউক্রেন ইস্যুতে শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই শোয়গুর সঙ্গে ফোনালাপ করেছেন। অ্যান্তোনিও গুতেরেসকে সেরগেই শোয়গু বলেন, ৮ বছর আগে ইউক্রেনের সঙ্গে মিনস্কে করা চুক্তি ভঙ্গ করে দনবাস এলাকায় সাধারণ মানুষদের ওপর বোমা হামলা করায় রাশিয়া এ সামরিক অভিযান চালাচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষের কথা মাথায় রেখে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। তিনি ইউক্রেনের বিরুদ্ধে সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহারেরও অভিযোগ আনেন। চীনা ছাত্ররা কিয়েভ ত্যাগের সময় তাদের ওপর ইউক্রেন বাহিনীর গুলিবর্ষণের অভিযোগ তোলেন। অপরদিকে, ইউক্রেনের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর চেরনিহিভ দখলের জন্য চেষ্টা করছে রাশিয়া। এ কারণে ইউক্রেনের ওই শহরে ভয়ঙ্কর গোলাবর্ষণ শুরু করেছে রুশ বাহিনী। শনিবারও রাশিয়া নতুন করে এ শহরে গোলাবর্ষণ করেছে বলে সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র ৮৮ মাইল (১৪৩ কি.মি.) দূরে অবস্থিত এ চেরনিহিভ শহর। ইউক্রেনের উত্তরাঞ্চলের এ শহরটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে ইউক্রেনের চেরনিহিভ শহর দখল করার জন্য চেষ্টা চালাচ্ছে রাশিয়ান সেনাবাহিনী। শুক্রবার ও শনিবার ওই শহরে ব্যাপক গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। রাতের দিকে ইউক্রেনের ওই চেরনিহিভ শহরের আকাশ ব্যাপক গোলাবর্ষণের কারণে প্রায়ই আলোকিত হয়ে উঠছিল। শনিবারও রাশিয়ান বাহিনী নতুন করে এ শহরে গোলাবর্ষণ করেছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এর আগের দিনের রুশ হামলায় চেরনিহিভ শহরের অনেক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। ইউক্রেনের চেরনিহিভ শহরের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার ব্যাপক গোলাবর্ষণে এখানকার ৪৭ ব্যক্তি নিহত হয়েছেন। রয়টার্স, তাস, আল-জাজিরা, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।