মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলের পর রাশিয়ার সেনারা এবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের দিকে যাচ্ছে। জাতিসংঘকে এ তথ্য দিয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড। খবর সিএনএন’র। লিন্ডা জানালেন, রুশ সেনাদের একটি বহর দ্বিতীয় পারমাণবিক কেন্দ্রটির মাত্র ২০ মাইল দূরে আছে। লিন্ডা কেন্দ্রটির নাম উল্লেখ না করলেও ইউক্রেনের পারমাণবিক জ্বালানি কমিটি এনারগোয়াটমের মতে, দেশটির দ্বিতীয় বৃহত্তম কেন্দ্রটি হলো ইউঝনুকরাইস্ক, যার অবস্থান ইউক্রেনের দক্ষিণে মাইকোলাইভ ওব্লাস্টে। পারমাণবিক কেন্দ্রে সামান্য ভুলচুকেও ঘটে যেতে পারে চেরনোবিলের মতো মহাবিপর্যয়। এমন পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত লিন্ডা অতিদ্রুত মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। এর আগে শুক্রবার প্রথম পারমাণবিক কেন্দ্রের কাছে বিস্ফোরণ ও এর দখলের সময় যে সংঘাত সৃষ্টি হয়েছিল তাতে অল্পের জন্য মারাত্মক বিপর্যয় ঘটেনি বলেও জানিয়েছিলেন থমাস গ্রিনফিল্ড। এদিকে রোমানিয়ার আকাশসীমায় এক যৌথ মহড়া অংশ নিতে গেছে মার্কিন বি-৫২ বোমারু বিমান। রোমানিয়া ও জার্মানির সঙ্গে আকাশপথে একাত্মতার জানান দিতেই তড়িঘড়ি এ মহড়া হতে চলেছে। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।