Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীর্ষ মার্কিন গণমাধ্যমগুলো রাশিয়ায় কার্যক্রম স্থগিত করছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২২, ১০:৪২ এএম

গতকাল, বিবিসি, সিএনএন ও ব্লুমবার্গ রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত ঘোষণা করে।

এ ছাড়া রাশিয়ার গণমাধ্যম বিষয়ক কর্তৃপক্ষ ফেসবুক, টুইটার, ইউটিউব এবং স্থানীয় বেসরকারি ও নিরপেক্ষে গণমাধ্যমগুলোর কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করেছে।

একের পর এক মার্কিন শীর্ষ সংবাদমাধ্যম রাশিয়ায় কার্যক্রম স্থগিত করছে। খবর বিবিসির। বিবিসির মার্কিন সম্প্রচার অংশীদার সিবিএস নিউজ এবং আরেক প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ রাশিয়ায় তাদের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাক্ষরিত নতুন আইনে বলা হয়েছে—ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে ‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগ প্রমাণ হলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। স্থানীয় সময় গতকাল শুক্রবার আইনটি কার্যকর হয়। রাশিয়ায় গণমাধ্যমগুলোর ইউক্রেনে রুশ হামলার জেরে চলমান সংঘাতকে ‘যুদ্ধ’ বলার অনুমতি নেই। এর মধ্যেই চালু হওয়া নতুন আইনটি গণমাধ্যমের স্বাধীনতা পুরোপুরি বন্ধ করবে বলে মনে করছে বিবিসি। আর, নতুন আইন চালুর কারণেই একর পর এক মার্কিন গণমাধ্যম রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত করছে।

সিবিএসের একজন মুখপাত্র বলেছেন, তারা ‘নতুন গণমাধ্যম আইনের পরিপ্রেক্ষিতে কর্মীদের পরিস্থিতি পর্যবেক্ষণ’ করে সম্প্রচার স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদমাধ্যম এবিসিও তাদের সিদ্ধান্তের কারণ হিসেবে নতুন আইনকে দায়ী করেছে। গণমাধ্যমটি বলেছে, তারাও পরিস্থিতি বিবেচনা করে রাশিয়ায় থাকা কর্মীদের নিরাপত্তার ওপর এ আইন কী প্রভাব ফেলে তা নির্ধারণ করার আগপর্যন্ত সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কার্যক্রম স্থগিত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ