Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়া থানা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে আশুলিয়া থানা ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত করেছে ঢাকা জেলা ছাত্রলীগ। শুক্রবার রাতে ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ইকরামুল নবী ইমু ও সাধারণ সম্পাদক মনির হোসেন রাজিবের বাংলাদেশ ছাত্রলীগের প্যাডে স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। এ বিষয়ে আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি এসএ শামীমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কাউকে কিছু না জানিয়েই হঠাৎ করে আশুলিয়া থানা ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত করে চিঠি দিয়েছে। তিনি অভিযোগ করেন, জেলা ছাত্রলীগের সভাপতি ইকরামুল নবী ইমু তার কাছে সম্মেলনের আগে ৫ লাখ টাকা চেয়েছিল। টাকা দিতে পারিনি বিধায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে কমিটি স্থগিত করেছে। শুক্রবার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে পাথালিয়া ইউনিয়নের কার্যকরী কমিটির সাথে মতামত বা আলোচনা না করেই সম্মেলন করেন থানা ছাত্রলীগ। এতে করে অসন্তোষ দেখা দেয় ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে। শামীম বলেন, মোবাইলে এসএমএসে ৫ লাখ টাকা চেয়েছিল সেই ডকুমের্ন্টস রয়েছে। সেগুলো নিয়ে আমরা কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা করবো। তবে টাকা দিয়ে তিনি পদে থাকতে রাজি নন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আশুলিয়া থানা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ