Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২২, ১০:৩৩ এএম

সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহতপিরোজপুর জেলার সদর উপজেলাধীন শংকরপাশা ইউনিয়নের বেলতলায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহত হয়েছেন। দ্রুতগামী মালবাহী ট্রাক এসে ব্যাটারিচালিত ইজিবাইককে পিছন থেকে ধাক্কা দিলে তার মৃত্যু হয়।

ইজিবাইক যাত্রী মিয়া ফারুক (৬০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং জেলা বাস মালিক সমিতির সদস্য। অটোরিক্সায় থাকা আরো পাঁচ যাত্রী আহত হন।

আহতরা হলেন নুরুজ্জামান (৪০), জগদিশ(৩১), কিবরিয়া(২৮), হামিদ সরদার (৪৫), নুরুল আমিন(৪৫)।

সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় মজুমদার জানান, আহতদের মধ্যে নুরুল আমিনকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য আহতরা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সদর থানা পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ট্রাক ও হেলপার আরিফ হোসেনকে (২৪) আটক করে। ট্রাকচালক পলাতক বলে জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ