মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন সিনিয়র কর্মকর্তা কংগ্রেসকে বলেছেন, রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনায় ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে ওয়াশিংন। তিনি আরো বলেছেন, ইউক্রেনে আগ্রাসন চালানোয় মস্কোর পক্ষে না থাকার জন্য ভারতকে চাপেও রেখেছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট ডোনাল্ড লু সিনেটকে বলেন, রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনা দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
ভারত সম্প্রতি রাশিয়ার কাছ থেকে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে। যা মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের জবাবে পাস করা কাউন্টারিং আমেরিকান অ্যাডভারসারিজ থ্রু স্যাংশন অ্যাক্ট (সিএএটিএসএ) নামক ২০২০ সালের মার্কিন আইনের বিরুদ্ধে যায়। ডোনাল্ড লু মার্কিন আইনপ্রণেতাদের বলেছেন, আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে, প্রশাসন সিএএটিএসএ আইন অনুসরণ করবে এবং সেই আইন সম্পূর্ণরূপে প্রয়োগ করবে। তবে যাই করুক তার আগে কংগ্রেসের সঙ্গে পরামর্শ করে এগিয়ে যাবে। তবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এই নিষেধাজ্ঞা ইস্যুকে ত্বরান্বিত করবে কিনা, সেই পূর্বাভাস আমি দিতে পারি না, যোগ করেন তিনি।
এর আগে, ২০২০ সালের ডিসেম্বরে সিএএটিএসএ আইনের অধীনে ন্যাটো মিত্র তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সেসময় রাশিয়ার কাছ থেকে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার কারণে তুরস্ককে এফ-৩৫ ফাইটার প্রোগ্রাম থেকে বহিষ্কার করে যুক্তরাষ্ট্র। সূত্র : আরটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।