গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সংঘবদ্ধ মোবাইল ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৪ মার্চ) দুপুরে টিকাটুলি র্যাব-৩ কার্যালয়ে সংবাদ সম্মেলনে মেজর জুলকার নায়েন বলেন, বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের সদস্য জাহাঙ্গীর, সাজু মন্ডল ওরফে সাহাজুল, মো. জাকির হোসেন, মো. রাসেল ওরফে মিঠু ও মোক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৫৫টি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড এবং বাটন মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা ছিনতাইয়ের কথা স্বীকার করেন এবং দীর্ঘদিন ধরে রাজধানীর গাবতলী, কল্যাণপুর, কমলাপুর, যাত্রাবাড়ী এবং কাঁচপুর ব্রিজ, বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে মোবাইল ফোন ছিনতাই করে আসছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।