বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের তালিকাভুক্ত ছিনতাইকারী রানা গ্রুপের প্রধান মোঃ রানাকে (২৪) শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। এসময় মোঃ আলমগীর (২৮), মোঃ শামীম(২১) ও বেলাল হোসেন ওরফে কিডনী বেলাল (২১) নামে তার আরও তিন সহযোগীকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় দুইটি ছোরা। গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় মামলা রয়েছে। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, চট্টগ্রামে চলন্ত বাস থেকে মোবাইল ছিনিয়ে নেয়ার নেতৃত্বে রানার গ্রুপ। এছাড়া বিভিন্ন ভীড়ে কৃত্রিম জটলা সৃষ্টি করেও তারা ছিনতাই করত। তবে তারা চলন্ত বাসে যাত্রী থেকে মোবাইল ছিনতাইয়ে বেশি কাজ করত। তাদের গ্রুপে ৫ জন। তারা দেওয়ানহাটে কৌশলে ভিড় সৃষ্টি করে ছোরার ভয় ভীতি দেখিয়ে ছিনতাইয়ের পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে দল প্রধান রানাসহ চারজনকে গ্রেফতার করা হয়। একজন পালিয়ে যায়।' গ্রেফতারকৃতদের মধ্যে রানার বিরুদ্ধে ২টি, শামীমের বিরুদ্ধে ৪ টি এবং আলমগীরের বিরুদ্ধে ২ টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।