Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুতিনের মাথার দাম সাড়ে ৮ কোটি, ঘোষণা ব্যবসায়ীর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২২, ১০:৩২ এএম

জীবিত বা মৃত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাথার দাম সাড়ে ৮ কোটি টাকা ঘোষণা করেছেন ইউক্রেনিয়ার এক ব্যবসায়ী। খবর : দ্যা ইন্ডিপেনডেন্ট
উদ্যোক্তা ও সাবেক এই ব্যাংকার অ্যালেক্স কোনানেখিন সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডইনে এক পোস্টে ওই পুরস্কার ঘোষণা করেন। অ্যালেক্স কোনানেখিন নামের রুশ ব্যবসায়ী এই প্রস্তাবকে তার ‘নৈতিক দায়িত্ব’ বলে মনে করছেন। তিনি পুতিনের মাথার দাম ঘোষণা করে তাকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য দেশটির সামরিক কর্মকর্তাদের কাছে আহ্বান জানিয়েছেন।
অ্যালেক্স কোনানেখিন বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমি ওই কর্মকর্তাকে ১০ লাখ মার্কিন ডলার দেব, যারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করে পুতিনকে রুশ ও আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধী হিসেবে গ্রেপ্তার করবে।’
তিনি আরও বলেন, ‘পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট নন, কারণ তিনি রাশিয়ায় একটি ভবন উড়িয়ে দেওয়ার বিশেষ অভিযানের ফলে ক্ষমতায় এসেছিলেন। তারপর অবাধ নির্বাচন বাতিল করে এবং তার বিরোধীদের হত্যা করে সংবিধান লঙ্ঘন করেছিলেন।’
অ্যালেক্স কোনানেখিন ওই পোস্টে পুতিনের একটি ছবি যুক্ত করে সেখানে লেখেন, ‘ওয়ান্টেড: জীবিত বা মৃত। গণহত্যার জন্য দায়ী ভ্লাদিমির পুতিন।’
রাশিয়ায় সমাজতন্ত্রের অবসানের পর মাত্র ২৫ বছর বয়সেই শতাধিক কোম্পানি চালু করে বসেন অ্যালেক্স কোনানিখিন, জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। তার ওয়েবসাইট অনুযায়ী, কোনানিখিন বর্তমানে নিউইয়র্ক শহরে বসবাস করছেন এবং ডিজিটাল ওয়ার্ক প্ল্যাটফর্ম ট্রান্সপারেন্টবিজনেস এর সিইও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ