Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

এমবাপের মূল্য এত বড় যে........ পিএসজি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২২, ৮:১৪ এএম

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপে পিএসজিতেই থাকছেন নাকি রিয়াল মাদ্রিদে চলে যাচ্ছেন? বিশ্ব ক্রীড়াঙ্গনে প্রতিদিনই এই প্রশ্ন নিয়ে জন্ম নিচ্ছে নতুন আলোচনা। তবে ফরাসি তারকা পিএসজিতেই থাকবেন, এমন বিশ্বাস অবশ্য এখনও ক্লাবটির। গত দলবদলের মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার একেবারে দ্বারপ্রান্তে ছিলেন এমবাপে।

শেষ পর্যন্ত তাকে ছাড়েনি পিএসজি। চলতি মৌসুমের পরও তাকে দলে রাখার ব্যাপারে আশাবাদী ক্লাবটি। পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো এবারও তাকে ধরে রাখতে পারবেন বলেই বিশ্বাস করছেন। তিনি জানান, ‘আমরা এমবাপেকে নির্দিষ্ট কোনো প্রস্তাব দেইনি। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমি মনে করি, এই চুক্তিতে শেষ যে জিনিসটি আমরা রাখব, তা হলো টাকা। আমরা তাকে সেরা খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সেরা অবস্থায় রাখতে চাই।’

এছাড়া তিনি বলেন‘টাকার বিষয়ে আমরা খুব কমই কথা বলেছি। কারণ, এটা অর্থের বিষয় নয়। তার মূল্য এত বড় যে, আমি মনে করি অর্থ এখানে বড় বিষয় নয়। আমি মনে করি, অর্থের পরিমাণ দিতে দুই মিনিট সময় লাগবে।’

চলতি মৌসুমের শুরুতে লিওনেল মেসিকে দলে ভিড়িয়েছিল পিএসজি। এই দুই তারকাকে নিয়েও কথা বলেছেন লিওনার্দো। তিনি বলেন, ‘কিলিয়ান এখন বিশ্বের সেরা খেলোয়াড়। মেসি সব সময় এই জায়গায় ছিলেন এবং আমি মনে করি, এখনও তিনি এই জায়গাটাতে আছেন। তবে নতুন খেলোয়াড়দেরও সেই পর্যায়ে ওঠা স্বাভাবিক। কে সেরা, তা বিচার করার বিষয় নয় এটা। একজনের বয়স ২৩, অন্যজনের ৩৪।’

এছাড়া তিনি বলেন,‘সামনে কী হবে সেটা এখনই বলতে পারবো না। তবে আমাদের (এমবাপেকে ধরে রাখার) সম্ভাবনা আছে। যতক্ষণ পর্যন্ত কোনো চুক্তি না হয়, আমরা সব কিছু চেষ্টা করব, আমরা তাকে ধরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আমি মনে করি না রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের ফলাফল দেখে সিদ্ধান্ত হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ