Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রুশকে সমর্থন দেয়ায় বেলারুশের ক্লাব ও জাতীয় দল নিষিদ্ধ!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২২, ৭:৫৬ এএম

ইউক্রেইনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেয়ার কারণে এবার নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হচ্ছে বেলারুশকেও। ইতিমধ্যে উয়েফা প্রতিযোগিতায় বেলারুশের জাতীয় দল ও সব ক্লাবকে হোম ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার নির্দেশ দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। ম্যাচগুলো দর্শকশূন্য মাঠে খেলতে হবে বলেও জানানো হয়েছে। গত বৃহস্পতিবার ইউক্রেইনে রাশিয়া সামরিক আগ্রাসন শুরুর পর তাদের সমর্থনে যোগ দেয় বেলারুশ।

এর আগে গত সোমবার রাশিয়ার সকল ক্লাব ও জাতীয় দলকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করে ফিফা ও উয়েফা। বৃহস্পতিবার বেইজিং শীতকালীন প্যারালিম্পিকস থেকে রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের নিষিদ্ধের ঘোষণা দেয় আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি)। আগামী শনিবার শুরু হবে এই আসর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ