Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

মাইকোলাইভে রুশ সেনাদের আটকের দাবি ইউক্রেনের

১০ লাখ ইউক্রেনিয়ান প্রতিবেশী দেশে আশ্রয় নিলো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে ঘর ছাড়ছে ইউক্রেনিয়ানরা। যুদ্ধের মাঝেই জীবন বাঁচাতে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে আশ্রয় নিচ্ছেন তারা। ইউক্রেনে রুশ সেনাদের হামলার অষ্টম আজ। নিহতের সংখ্যা যেমন পাল্লা দিয়ে বাড়ছে তেমনি ঘরছাড়া হয়ে পড়েছে অসংখ্য লোক। জাতিসংঘ জানিয়েছে, জীবন বাঁচাতে ইতোমধ্যে এক মিলিয়ন বা ১০ লাখ ইউক্রেনিয়ান প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। যুদ্ধের সপ্তমদিনেই এই সংখ্যক লোক নিজভূমি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। শরণার্থী সংকটের ব্যাপারে বিবিসি’র লুইস গুডাল জানিয়েছেন, ২০১৫ সালে ১.৩ মিলিয়ন শরণার্থী সংকট তৈরি হয়েছিল। ইউক্রেন সংকটের এক সপ্তাহের মাথায় তা সেই সংখ্যাকে ছাড়িয়ে গেছে। টুইটার বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই-কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি দেশে থাকা জনগণকে বাঁচাতে বন্দুকের আওয়াজ নীরব করতে অনুরোধ করেছেন। যাতে জীবন-রক্ষাকারী মানবিক সহায়তা প্রদান করা যায়। এর আগে জাতিসংঘ জানিয়েছিল, এই সংঘাতের ফলে অভ্যন্তরীণভাবে ১২ মিলিয়ন লোক বাস্তুচ্যুত হবে। তাদের ত্রাণের প্রয়োজন হবে। এদিকে, দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ শহরে বেশ কিছু রুশ সেনা আটকের দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। গত কয়েক দিন ধরে শহরটিতে তীব্র লড়াই ছড়িয়ে পড়েছে। আঞ্চলিক গভর্নর এবং ইউক্রেনের পার্লামেন্টের এক সদস্য সেখানে আটক হওয়া রুশ সেনাদের ছবি প্রকাশ করেছেন। আইনপ্রণেতা এবং পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা এবং গোয়েন্দা কমিটির সেক্রেটারি রোমান কসটেনকো জানান, রাশিয়ার জিআরইউ এর দশম ব্রিগেডের একটি প্রাক-নিরীক্ষণ ইউনিটকে মাইকোলাইভের বাইরে প্রতিহত করা হয়েছে। রোমান কসটেনকো মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে বলেন, ‘আমরা তাদের ঘিরে ফেলি এবং তারা ধরা হয়। তারা এখন এসবিইউ (ইউক্রেনীয়ান সিকিউরিটি সার্ভিস) এর সঙ্গে রয়েছেন।’ তিনি জানান, পাঁচ রুশ সেনার এক জন মারা গেছে, এক জনকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিন জন জীবিত রয়েছে। তবে ইউক্রেনীয় আইনপ্রণেতার দাবি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি সিএনএন। তবে গত কয়েক দিন ধরে শহরটিতে রুশ বাহিনীর প্রবেশের চেষ্টা করছে। যার জেরে তীব্র লড়াই প্রত্যক্ষ করেছে সিএনএন-এর সংবাদদাতারা। ইউক্রেনীয় আইনপ্রণেতা রোমান কসটেনকো বলেন, ‘তারা (রুশ বাহিনী) মাঝেমধ্যে মাইকোলাইভে হামলা চালাচ্ছে, কিন্তু বাইরে লড়াই চলছে আর তারা আমাদের চারপাশ দিয়ে ঘিরে ফেলার চেষ্টা করছে।’ মাইকোলাইভ কৃষ্ণ সাগরের কাছে অবস্থিত। খেরসন থেকে শহরটির দূরত্ব এক ঘণ্টার। কৌশলগতভাবে গুরুত্বডপূর্ণ ওই শহরটি নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে রুশ বাহিনী। আটক হওয়া এক রুশ সেনাকে তার মায়ের সঙ্গে কথা বলতে দেওয়া হয়। এসংক্রান্ত একটি ভিডিও টেলিগ্রামে পোস্ট করেছেন আঞ্চলিক গভর্নর ভিটালি কিম। এতে দেখা যায়, ‘ওই রুশ সেনা তার মাকে বলছেন, ভয় পেয়ো না, আমি ঠিক আছি।’ ওই সময় এক ইউক্রেনীয় সেনা ফোনটি কেড়ে নিয়ে বলেন, ‘আপনি জানেন আপনার ছেলে কি করেছে? সে যুদ্ধ করেছে আর আমাদের বেসামরিক মানুষ হত্যা করেছে।’ পরে রুশ সেনা আবারও ফোন নিয়ে মায়ের কাছে নিজেকে বন্দি হিসেবে দাবি করেন। তিনি তার মাকে মস্কোর সামরিক কর্তৃপক্ষসহ অন্যান্যদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাকে ফেরানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। পরে ওই ইউক্রেনীয় সেনা আরও বলেন, ‘আমরা তাকে স্পর্শ করবো না কারণ আমি অর্ধেক রাশিয়ান এবং অর্ধেক ইউক্রেনীয়।’ সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ