Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাবারের জন্য দীর্ঘ লাইন, ইউক্রেনের করুণ ছবি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ৪:৫৫ পিএম

ইউক্রেনে সপ্তাহখানেক পেরিয়ে গিয়েছে যুদ্ধের। রুশ বাহিনীর হামলায় ক্ষতবিক্ষত কিয়েভ-সহ গোটা ইউক্রেন। যে কোনও যুদ্ধেই যে সাধারণ মানুষের ভোগান্তিই সবচেয়ে চরমে ওঠে, তা পরিষ্কার হয়ে গিয়েছে উপগ্রহ চিত্রে।

মহাকাশ থেকে তোলা ছবিতে দেখা গিয়েছে খাদ্য-সহ যে কোনও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকানের বাইরে দীর্ঘ লাইন। তারই পাশে জ্বলন্ত বিল্ডিং ও সেনার লম্বা কনভয়। ধ্বংসস্তূপের পাশেই বাঁচার জন্য মানুষের এই আকুতি তুলে ধরছে ইউক্রেনের করুণ ছবিই। কেবল দোকানের বাইরেই নয়, হাঙ্গারি, স্লোভাকিয়া, রোমানিয়া বা অন্যত্র এলাকা সংলগ্ন ইউক্রেনের নিয়ন্ত্রণরেখার কাছেও দেখা গিয়েছে মানুষের ঢল। যে করে হোক যুদ্ধবিধ্বস্ত দেশটি ছেড়ে অন্যত্র চলে যেতে চাইছেন ইউক্রেনের বহু মানুষ। সেই ভিড়ও নজরে পড়েছে মার্কিন সংস্থা ‘ম্যাক্সার টেকনোলজিস’ প্রকাশিত উপগ্রহ চিত্রে।

গত কয়েক সপ্তাহ ধরে ক্রমেই ঘনাচ্ছিল যুদ্ধের মেঘ। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন পুতিনকে হুঁশিয়ারিও দেন। কিন্তু সব হুঁশিয়ারিকে অগ্রাহ্য করে গত সপ্তাহে ইউক্রেনের উপরে ঝাঁপিয়ে পড়েছিল রুশ সেনা। কিন্তু অভাবনীয় প্রতিরোধের মুখে পড়তে হয়েছে পুতিন বাহিনীকে। এর ফলে কিছুটা অস্বস্তিতে রাশিয়া। তবু আক্রমণ চালিয়ে যাচ্ছে তারা।

এরই মধ্যে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর শহর খেরসন দখল করে ফেলেছে রুশ সেনা। এবার তাদের পরবর্তী টার্গেট দেশের তৃতীয় বৃহত্তম শহর ওডেসা। এদিকে গত সপ্তাহেই রাজধানী কিয়েভে ঢুকে পড়েছিল রুশ সেনা। কিন্তু এখনও পর্যন্ত শহর তাদের দখলে আসেনি। ফলে উত্তরোত্তর আক্রমণের ঝাঁজ বাড়িয়ে চলেছে রাশিয়া। সূত্র: এপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ