Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিয়েভে দফায়-দফায় বড় বিস্ফোরণ, আতঙ্ক বাড়ছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ৩:৫৮ পিএম

ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার রাতে চারটি বড় আকারের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইউক্রেনের আরো কয়েকটি বড় শহরে রাশিয়া হামলা জোরালো করেছে।

রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী খারসন নিয়ন্ত্রণে নিয়েছে। এক সপ্তাহ আগে হামলা শুরুর পর এই প্রথম কোন বড় শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার সৈন্যরা। গত কয়েক ঘণ্টায় ব্যাপক বিস্ফোরণে কেঁপে উঠেছে রাজধানী কিয়েভ এবং আরো কিছু শহর। বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে বিশাল অগ্নিকুণ্ডে শহরের আকাশ জ্বলে উঠেছে।

রাশিয়ার ৬০ কিলোমিটার দীর্ঘ সামরিক বহর কিয়েভ থেকে কিছুটা দূরত্বে অবস্থান করছে। স্যাটেলাইট ইমেজ পর্যবেক্ষণ করে আমেরিকা এবং ব্রিটেনের কর্মকর্তারা বলছেন, এ বহর কার্যত থেমে আছে। এতে জ্বালানি এবং খাদ্য সংকট হয়ে থাকতে পারে।

রাশিয়ার কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরের বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার সময় রাশিয়ার সৈন্যরা কোন প্রতিবন্ধকতা তৈরি করবে না। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, কিয়েভ শহর থেকে বাসিন্দারা যাতে বের হতে পারে সে সুযোগ দেয়া হবে।

এদিকে এই প্রথমবারের মতো রাশিয়া স্বীকার করেছে যে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে তাদের ৪৯৮জন সৈন্য নিহত হয়েছে। এছাড়া আরো ১৫৯৭ জন আহত হয়েছে। রাশিয়ার মুদ্রা রুবলের দরপতন ঠেকাতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক নানা পদক্ষেপ অব্যাহত রেখেছে। রাশিয়ার নাগরিকরা যাতে রুবল বিক্রি করে বিদেশী মুদ্রা কিনতে না পারে সেজন্য ৩০ শতাংশ কমিশন আরোপ করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

ইউক্রেনে রাশিয়ার হামলাকে নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। জাতিসংঘের সদস্য ১৯৩টি রাষ্ট্রের মধ্যে ১৪১টি রাষ্ট্র নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এছাড়া বিপক্ষে ভোট দিয়েছে পাঁচটি দেশ এবং ভোট দেয়ায় বিরত ছিল ৩৫টি দেশ। বাংলাদেশ ভোট দেয়া থেকে বিরত ছিল। ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। সূত্র: বিবিসি।

ভিডিও লিংক:



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ