Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়ী তৃণমূল প্রার্থীদের বিনয়ী থাকার বার্তা মমতার ‌

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ১২:২০ পিএম

পুরভোটে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বিপুল জয়ের পর টুইটে শুভেচ্ছাবার্তা পাঠালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা বার্তায় তৃণমূল কর্মীদের জয়ী করার জন্য মা–মাটি–মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। একইসঙ্গে তৃণমূলের জয়ী প্রার্থীদের বিনয়ী থাকার বার্তাও দিয়েছেন তিনি।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক পুরভোটে জয়ের খবর আসার পর টুইটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‌মা–মাটি–মানুষকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা। বিপুল জয়ের জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাই। পুরভোটে জয়ী প্রার্থীদের সবাইকে অভিনন্দন।’‌ একইসঙ্গে তৃণমূল নেত্রী জানান, ‘‌জয় আমাদের দায়িত্ববোধ ও দায়বদ্ধতা বাড়াক। জয়ী হয়েও আমরা যেন বিনয়ী থাকতে পারি। আসুন সবাই মিলে একসঙ্গে রাজ্যে শান্তি, উন্নতি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করি।’‌

এদিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের জয়ের খবর আসতে শুরু করে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন পুরসভায় আধিপত্য বিস্তার লাভ করে ঘাসফুল শিবির। এমনকি যে পুরসভা একটি সময়ে বিরোধীদের হাতে ছিল, সেটাও তৃণমূলের কাছে চলে এসেছে। পাশাপাশি এমন অনেক পুরসভা রয়েছে, যেখানে তৃণমূল আগের তুলনায় জয়ের ব্যবধান বাড়িয়ে নিয়েছে।

বিধানসভার নিরিখে দেখা যাবে, যেখানে বিজেপির বিধায়ক রয়েছেন, সেখানকার পুর এলাকা তৃণমূলের দখলে গেছে। এই প্রেক্ষপটে তৃণমূল নেত্রীর দলীয় কর্মীদের বিনয়ী থাকার বার্তা রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্র: হিন্দুস্থান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ