Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ফের কিয়েভের বাসিন্দাদের সরে যাওয়ার প্রস্তাব রুশ বাহিনীর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ১০:০৬ এএম

ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরের বাসিন্দাদের নিরাপদে সরে যেতে দেওয়ার ঘোষণা দিয়েছে রুশ বাহিনী। মস্কোর কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভের বাসিন্দাদের ইউক্রেনের ভ্যাসিলকিভ শহর অভিমুখে নিরাপদে চলে যেতে দেওয়া হবে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকোভ রাষ্ট্রীয় টেলিভিশনে ইউক্রেনে রুশ অভিযানের হালনাগাদ তথ্য জানান। সেই সময় তিনি কিয়েভের বাসিন্দাদের এই আহ্বান জানান।

রসিয়া ২৪ চ্যানেলে প্রচারিত বক্তব্যে মেজর জেনারেল কোনাশেনকোভ বলেন, ‘বেসামরিক জনগোষ্ঠীর সরে যাওয়ার ক্ষেত্রে রুশ বাহিনীর সদস্যরা কোনও বাধা দেবে না।’

এনিয়ে দ্বিতীয়বারের মতো কিয়েভের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া। গতকাল মঙ্গলবার মেজর জেনারেল কোনাশেনকোভ একই প্রস্তাব দেন। তখন তিনি জানান বেসামরিক নাগরিকদের জন্য ভ্যাসিলকিভ অভিমুখের রাস্তা উন্মুক্ত ও নিরাপদ থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ