মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনকে ইইউতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত শিগগিরই নেওয়ার কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়ন কমিশনের ভাইস প্রেসিডেন্ট মার্গারিটাস শিনাস। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনকে সদস্যপদ দিতে ব্যাপক সমর্থন রয়েছে। ইউরোপ নিয়ে আমাদের স্মৃতি অল্প নয়। আমরা জানি, ইউক্রেন ইইউ পরিবারের অংশ এবং কমিশনে তাদের যোগদানের আবেদন সম্পূর্ণ ঠিক এবং ন্যায়সঙ্গত। সিএনএনের এক সাক্ষাৎকারে মঙ্গলবার তিনি এসব কথা বলেন। কমিশনের ভাইস প্রেসিডেন্ট মার্গারিটাস শিনাস জানান, ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আনুষ্ঠানিক আবেদন করলে সোমবার তিনি ইউরোপীয় ইউনিয়নের নেতাদেরকে সহানুভূতি প্রমাণের আহ্বান করেছেন। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ময়দানে (কিয়েভের কেন্দ্রীয় স্কয়ার) ইউক্রেনের তরুণরা ইইউ পতাকা হাতে দাঁড়ালে তাদেরকে গুলি করা হয়। এরপর ইউক্রেনে গণতন্ত্র জন্ম নেয়; সে কথা কেউ ভুলে যায়নি। ইউরোপীয় ইউনিয়নের এই নেতা আরও বলেন, আশ্রয় চাওয়া ইউক্রেন জনগণের জন্য কমিশন বিশেষ নীতি ঘোষণা করতে যাচ্ছে। এ নীতির আওতায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে তাদের স্বয়ংক্রিয় প্রবেশের অনুমতি, স্বাস্থ্য, শিক্ষা এবং আবাসনের ব্যবস্থা করা হবে। গার্ডিয়ান, সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।