মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা মহামারির মধ্যেও ভারতে ২০২১ সালে তিন কোটি মার্কিন ডলার বেশি সম্পদ বৃদ্ধি পাওয়া উচ্চ মাত্রার ধনী ব্যক্তিদের সংখ্যা ১১ শতাংশ বেড়ে ১৩ হাজার ৬৩৭ জনে দাঁড়িয়েছে। যেখানে বিশ্বব্যাপী ধনী মানুষের সংখ্যা ৫ লাখ ৫৮ হাজার ৮২৮ থেকে বৃদ্ধি পেয়ে ৬ লাখ ১০ হাজার ৫৬৯ জন হয়েছে। বৃদ্ধির হার ৯ দশমিক ৩ শতাংশ। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানিয়েছে পরামর্শক সংস্থা নাইট ফ্রাঙ্ক। ভারতে ২০২০ সালে ধনী মানুষের সংখ্যা ছিল ১২ হাজার ২৮৭ জন। সংস্থাটি আরো জানায়, ভারতে ২০২৬ সালের মধ্যে ভারতে ধনী মানুষের সংখ্যা ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৯ হাজার ৬ জনে পৌঁছাবে। ২০১৬ সালে এ সংখ্যা ছিল ৭ হাজার ৪০১ জন। প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনের চলমান সংঘাতের কারণে জ্বালানির দাম বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার কারণে চলতি বছর (২০২২) ধনীদের সম্পদ বৃদ্ধির ওপর প্রভাব ফেলতে পারে। বিলেনিয়রের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র ও চীনের পর ভারতের অবস্থান। এ দেশটিতে শতকোটিপতি মানুষের সংখ্যা ১৪৫ জন। যেখানে যুক্তরাষ্ট্রে ৭৪৮ এবং চীনে ৫৫৪ জন রয়েছে। নাইট ফ্রাঙ্ক জানায়, ভারতের সবচেয়ে বেশি ধনী মানুষের বসবাস মুম্বাই শহরে। এই শহরটির ১ হাজার ৫৯৬ জন প্রচুর সম্পদের মালিক। এএনআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।