Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুতিনকে অবশ্যই ধারণাতীত মূল্য দিতে হবে : বাইডেন

যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য হুমকি বেড়েই চলছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ১২:১৬ এএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে তার পদক্ষেপের জন্য অবশ্যই মূল্য দিতে হবে। স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ক্যাপিটল হিলে বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এই হুঁশিয়ারি দেন তিনি। বাইডেন বলেন, ‘ইতিহাস থেকে আমরা শিখেছি- আগ্রাসনের জন্য যখন স্বৈরশাসকদের মূল্য দিতে হয় না, তারা আরও বিশৃংখলার কারণ হয়। তারা আগাতে থাকে। আর আমেরিকা এবং বিশ্বের জন্য মূল্য এবং হুমকি বেড়েই চলছে।’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সেকারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ন্যাটো জোট গঠন করা হয়। আরও ২৯ দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রও এর সদস্য। এটা মনোযোগের দাবি রাখে। আমেরিকান কূটনীতি মনোযোগের দাবি রাখে।’ জো বাইডেন বলেন, ‘পুতিনের যুদ্ধ পূর্বনির্ধারিত এবং উস্কানিহীন। তিনি কূটনীতির উদ্যোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি ভেবেছিলেন পশ্চিম এবং ন্যাটো জবাব দেবে না। আর তিনি ভেবেছিলেন আমাদের দেশে বিভক্তি তৈরি করতে পারবেন। পুতিন ভুল ছিলেন। আমরা প্রস্তুত।’ মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘পুতিন সহিংসতা ও বিশৃঙ্খলা উন্মুক্ত করে দিয়েছেন। কিন্তু তিনি যদি যুদ্ধক্ষেত্রে সফলতা পেয়েও যান-তাহলেও তাকে দীর্ঘ মেয়াদে উচ্চ মূল্য দেওয়া অব্যাহত রাখতে হবে।’ ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে বাইডেন বলেছেন, সামনে যা আসছে. তা পুতিনের ধারণাতেও নেই। গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ণ মাত্রার আগ্রাসনের নির্দেশ দেওয়ার পর ইউক্রেন ছেড়ে পালিয়েছে লাখ লাখ ইউক্রেনীয় নাগরিক। তা সত্ত্বেও রাজধানী কিয়েভ অভিমুখে এগিয়ে যাচ্ছে প্রায় ৪০ মাইল দীর্ঘ রুশ সামরিক বহর। কংগ্রেসে বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে পুতিনের উদ্দেশে বাইডেন বলেন, ‘যুদ্ধক্ষেত্রে তিনি হয়তো সফলতা পেতে পারেন-কিন্তু দীর্ঘ মেয়াদে তাকে উচ্চ মূল্য দেওয়া অব্যাহত রাখতে হবে।’ তিনি বলেন, ‘তার ধারণাও নেই সামনে কী আসছে।’ তবে এর বিস্তারিত কিছু জানাননি তিনি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের এক সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা জানান কিয়েভ অভিমুখে আগ্রাসী বাহিনীর অগ্রযাত্রা সামরিক সরঞ্জামজনিত জটিলতায় থমকে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, বহরটি থেমে আছে কিনা তা স্পষ্ট নয়, তবে এটি সামনে আগাচ্ছে না। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে বেসামরিকদের ওপর বোমাবর্ষণ বন্ধ করার এবং আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘অন্তত মানুষের ওপর বোমা ফেলা বন্ধ করা প্রয়োজন, শুধু বোমা হামলা থামান আর তারপরে আলোচনার টেবিলে বসুন।’ রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ