Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ‘ট্র্যাপ’-এ জুটি বাঁধলেন জয়-অপু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ১২:১১ পিএম

‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমা প্রথমবারের মতো জুটিবদ্ধ হন অপু বিশ্বাস ও জয় চৌধুরী। সোলায়মান আলী লেবু পরিচালিত সিনেমাটির শুটিং এখনো শেষ হয়নি। এরমধ্যেই নতুন একটি সিনেমা জুটি বাঁধতে যাচ্ছেন তারা। নতুন এই সিনেমার নাম ‘ট্র্যাপ’ (দ্য আনটোল্ড স্টোরি)।। এটি পরিচালনা করছেন দ্বীন ইসলাম।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘সিনেমাটির জন্য এখন ফটোশুট করছি। বুধবার (২ মার্চ) থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। আমি এত এত সিনেমা করলেও এ ধরনের সিনেমা আগে করিনি। গল্পটাও একেবারে আধুনিক।’

জয় চৌধুরী বলেন, ‘নতুন সিনেমাতে জুটি বেঁধে কাজ শুরু করছি আমি আর অপু বিশ্বাস। বৃহস্পতিবার নতুন সিনেমার কাজ শুরু হবে। এর আগে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় আমরা জুটি বেঁধে কাজ করেছি। সিনেমাটি এখনো মুক্তি পায়নি। শিগগিরই মুক্তি দেয়া হবে। আশা করছি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো।’

জানা গেছে, সাইন্স ফিকশন ধাঁচের সিনেমা হবে ‘ট্র্যাপ’। এই সময়ে হ্যাকিং এর শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেকেই। এরকম একটি গল্পই দেখা যাবে সিনেমাটিতে। আজ এফডিসিতে মহরত অনুষ্ঠানের পর ১৫ মার্চ পর্যন্ত একটানা শুটিং চলবে সিনেমাটির।

উল্লেখ্য, বর্তমানে অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমা হলে চলছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ ছবিতে অপুর নায়ক বাপ্পী চৌধুরী। আর মুক্তির অপেক্ষায় রয়েছে অপুর ‘ছায়াবৃক্ষ’ সিনেমা। জয় চৌধুর হাতেও রয়েছে বেশ কয়েকটি সিনেমা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ