প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নানান জটিলতা কাটিয়ে অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনের তারিখ। মঙ্গলবার (১ মার্চ) বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে প্রযোজক সমিতির এক আলোচনা সভায় এই সিদ্ধান্তের সাথে ঘোষণা করা হয় আসন্ন নির্বাচনের তফসিল। তফসিল অনুযায়ী আগামী ২১ মে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
জানা যায়, আড়াই ঘণ্টার এই সভায় নির্বাচনের জন্য তিন সদস্যের বোর্ড গঠিত হয়েছে। যার চেয়ারম্যান থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ। বাকি দু’জন সদস্য বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুর রহমান ও আমিনুল ইসলাম। এছাড়া আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (আইআইটি-২) এ কে এম আলী আহাদ খান। সদস্য হিসেবে রয়েছেন একই মন্ত্রণালয়ের উপসচিব (মন্ত্রীর একান্ত সচিব) মোহাম্মদ মাসুকুর রহমা সিকদার ও উপসচিব (প্রশাসন-১ শাখা) তরফদার সোহেল রহমান।
গত বছরের মার্চ থেকে সমিতিটির প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল হক। তিনি বলেন, ‘আমরা চলচ্চিত্রের এই সংগঠন চলচ্চিত্রের মানুষদের হাতেই তুলে দিতে চাই। চলচ্চিত্রকে গতিশীল করতে এর কোনো বিকল্প নেই। আমরা সুষ্ঠ ও সুন্দরভাবে নির্বাচনটির দায়িত্ব পালন করবো। ’
এদিকে প্রযোজক নেতা মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমরা প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেছি। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আগামী ২১ মে নির্বাচন। নির্বাচন কমিশনও গঠিত হয়েছে। আশা করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব পাবে আমাদের সমিতি।’
উল্লেখ্য, বাংলাদেশে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন নিয়ে মামলা-মোকাদ্দমার কারণে ২০১২ পর থেকে প্রশাসক দিয়ে চলছিলো। এরপর ২০১৯ সালের ২৭ জুলাই নির্বাচিত কমিটি আসে। খোরশেদ আলম খসরু ও সামসুল আলমের নেতৃত্বে কমিটি বেশকিছু উদ্যোগও নেয়। কিন্তু হুট করে ২০২০ সালের ১৬ নভেম্বর জায়েদ খানের আবেদনের প্রেক্ষিতে বাতিল হয় কমিটি। আদালতে গিয়েও লাভ হয়নি। বসে প্রশাসক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।