Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় কাঠ বোঝাই ইঞ্জিন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ১১:০০ এএম

সাতক্ষীরায় কাঠ বোঝাই ইঞ্জিন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে হাবিবুর রহমান ওরফে খোকন (৪৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।

বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের সিটি কলেজ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান ওরফে খোকন সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের কাশেমপুর গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে। তিনি আগরদাড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাবিবুর রহমান ওরফে খোকন শহরের আসার জন্য পরিবহনের অপেক্ষায় সাতক্ষীরা-যশোর মহাসড়কের সিটি কলেজ মোড় এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন। এসময় সাতক্ষীরাগামী কাঠ বোঝাই দ্রæতগতির একটি ইঞ্জিন ভ্যান তাকে চাপা দেয়। এতে ইঞ্জিন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। দ্রæত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় জনতা কাঠ বোঝাই ইঞ্জিন ভ্যানটি আটক করেছে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ