Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিয়েভের টিভি টাওয়ারে রাশিয়ার হামলা, সম্প্রচার বন্ধ, নিহত ৫

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ১০:৫৫ এএম

ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত টেলিভিশন টাওয়ারে বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছে এবং কয়েকটি চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে গেছে। খবর প্রকাশ করেছে বিবিসি।

ইউক্রেন সরকারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনীর হামলার ফলেই এই বিস্ফোরণ ঘটেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, টাওয়ারের বেশ কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। চ্যানেলগুলো কিছু সময়ের জন্য কাজ করবে না।

ইউক্রেনের জরুরি পরিষেবা বলছে, কিয়েভ টেলিভিশন টাওয়ারে রাশিয়ার হামলায় পাঁচজন নিহত হয়েছে। বিবিসি বলছে, টাওয়ারটিতেই হামলা হয়েছে কি না তা এখনো স্পষ্ট নয়। কারণ, টাওয়ারটি দাঁড়িয়ে আছে। তবে বিস্ফোরণের কারণে কয়েকটি চ্যানেলের সম্প্রচার বন্ধ রয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেবিন ইয়ারের নিহতদের স্মরণে একটি স্মৃতিসৌধ রয়েছে। সেটির কাছে একটি টেলিভিশন টাওয়ারে হামলা চালিয়েছে বর্বর রাশিয়া।

বেবিন ইয়ার ছিল নাৎসি হলোকাস্টের সময় ইহুদিদের সবচেয়ে বড় একক গণহত্যার একটি। যারা মারা গেছেন তাদের স্মরণ করার জন্য সাইটটিতে একটি স্মারকের ক্লাস্টার রয়েছে। সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ