Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোয়েন্দা ব্রিফিং শুনলেন মার্কিন আইনপ্রণেতারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ১২:০৯ এএম

শীর্ষ প্রতিরক্ষা এবং গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে ইউক্রেন পরিস্থিতি নিয়ে গোপনীয় ব্রিফিং শুনেছেন মার্কিন আইনপ্রণেতারা। এই ব্রিফিংয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং অন্যান্য শহরের পতনের সম্ভাব্য সময়সূচি জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। ব্রিফিং শেষে বেরিয়ে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ‘সামরিকতার সবচেয়ে খারাপ পরিস্থিতি আসতে এখনও বাকি আছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক আরেক আইনপ্রণেতা সম্প্রচারমাধ্যম সিএনএনকে বলেছেন, কর্মকর্তারা যে সময়সূচি দিয়েছেন তাতে সামনের দিনগুলো ‘ভয়াবহ’। কানেক্টিকাটের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি টুইটারে লিখেছেন, ‘কিয়েভ দখলের লড়াই হবে দীর্ঘ এবং রক্তঝরা।’ মারফি বলেন পশ্চিমা দেশগুলো শুধু রুশ প্রেসিডেন্ট এবং শীর্ষ কর্মকর্তাদের সম্পদ জব্দ করবে না, বাজেয়াপ্তও করবে। তিনি টুইট বার্তায় লিখেছেন, রাশিয়ানরা কিয়েভ দখলে নিজেদের নির্ধারিত সময়সূচি থেকে পিছিয়ে পড়েছে। ভার্জিনিয়ার সিনেটর মার্ক ওয়ার্নার জানিয়েছেন, ইউক্রেনীয় নেতারা এখন পর্যন্ত কঠোর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ