Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুদ্ধ নয়, শান্তি চাই-রোনালদো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ৭:৩৭ পিএম

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় কড়া সমালোচনা হচ্ছে বিশ্বে। এই যুদ্ধে নাড়া দিয়েছে ফুটবল বিশ্বকেও। ইতোমধ্যে রাশিয়া ও দেশটির ক্লাবগুলোকে নিষিদ্ধ করেছে ফিফা ও উয়েফা। বিষয়টি নিয়ে সোচ্চার ফুটবল তারকারাও। ইউক্রেনের এই সংকট নিয়ে চিন্তিত পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার লিখেছেন, ‘আমাদের শিশুদের জন্য একটা সুন্দর পৃথিবী তৈরি করতে হবে। বিশ্বে শান্তি আনার জন্য প্রার্থনা করছি। যুদ্ধ নয়, শান্তি চাই। ’

রোনালদোর ইনস্টাগ্রামে ৪০ কোটিরও বেশি ফলোয়ার। বিশ্বের জনপ্রিয় ক্রীড়া তারকাদের মধ্যে অন্যতম প্রধান তিনি। তাই সেখানেই শান্তির বার্তা দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি'ওর জয়ী এই তারকা। রোনালদোর দল ম্যানচেস্টার ইউনাউটেড এরই মধ্যেই ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিবাদ জানিয়েছে।

রাশিয়ার জাতীয় বিমানসংস্থা এ্যারোফ্লটের সঙ্গে ৪০ মিলিয়ন পাউন্ডের স্পনসরশিপ চুক্তিও বাতিল করেছে ক্লাবটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ