মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার নিয়ে মোদী সরকারকে সমালোচনার ফাঁকেই কংগ্রেস পাঁচ রাজ্য ভোটের পরে নিজেদের বিধায়কদের ‘উদ্ধার’-এর পরিকল্পনা সেরে রাখল। কংগ্রেস বিধায়কদের ভাঙিয়ে নিয়ে গিয়ে বিজেপি যাতে সরকার গড়ে ফেলতে না পারে, তার জন্য দলের বিধায়কদের কংগ্রেস-শাসিত দুই রাজ্য রাজস্থান ও ছত্তীসগঢ়ে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।
১০ মার্চ উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুরের ভোটের ফল প্রকাশ হবে। কংগ্রেস নেতৃত্বের চিন্তা মূলত দুই ছোট রাজ্য গোয়া ও মণিপুর নিয়ে। কারণ, পাঁচ বছর আগে ওই দুই রাজ্যে যথেষ্ট বেশি আসন পেয়েও সরকার গড়তে পারেনি কংগ্রেস। রবিবার রাহুল গান্ধীর বাসভবনে তার ও প্রিয়ঙ্কা গান্ধী বঢরার সঙ্গে রাজস্থান, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত, ভূপেশ বঘেলের বৈঠক হয়। এআইসিসি-তে সংগঠনের ভারপ্রাপ্ত নেতা কে সি বেণুগোপালও ছিলেন।
কংগ্রেস সূত্রের খবর, সেখানেই ঠিক হয়, গোয়ার বিধায়কদের রাজস্থান ও মণিপুরের বিধায়কদের ছত্তীসগঢ়ে নিয়ে যাওয়া হবে। উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ডের ক্ষেত্রেও প্রয়োজনে একই কৌশল নেওয়া হবে। গহলৌতের আমলে রাজস্থান বরাবরই অন্য রাজ্যের কংগ্রেসি বিধায়কদের চুরি হয়ে যাওয়া থেকে বাঁচিয়ে রাখার সিন্দুক হয়ে উঠেছে। অতীতে গুজরাত, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অসমের বিধায়কদেরও কংগ্রেস রাজস্থানে উড়িয়ে নিয়ে গিয়েছে।
কংগ্রেসের আশঙ্কা, উত্তরপ্রদেশে কংগ্রেস খুব কম সংখ্যক আসনে জিতলেও বিজেপি বা এসপি তাদের ভাঙানোর চেষ্টা করতে পারে। এই ঘোড়া কেনাবেচা রুখতেই আগাম পরিকল্পনা। সূত্র: এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।