Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্ধে পুলিশের সাথে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

বিজেপির বন্ধকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো বালুরঘাটে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সামনেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন বিজেপি সমর্থকরা। বনধের সকালে বালুরঘাটেই ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির ১২ ঘণ্টার বন্ধে এমনিতে রাজ্য জুড়ে সেভাবে প্রভাব পড়েনি। তবে এ দিন সকালে প্রথমে বালুরঘাট সরকারি বাস টার্মিনাসে গিয়ে বাস চলাচল আটকানোর চেষ্টা করেন বিজেপি কর্মী, সমর্থকরা। সেখানে এসে পৌঁছন সুকান্ত মজুমদার। বালুরঘাট বাস স্ট্যান্ড থেকেই সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল করে ট্যাঙ্ক মোড়ে পৌঁছন বিজেপি কর্মী, সমর্থকরা। সেখানেই পথ অবরোধ করেন তারা। পথ অবরোধ শুরু হতেই পুলিশ এসে তা সরিয়ে দেওয়ার চেষ্টা করে। অনুরোধে কাজ না হওয়ায় অবরোধকারীদের চ্যাংদোলা করেও সরিয়ে দেয় পুলিশ। দুপক্ষে শুরু হয় বচসা। যা ধস্তাধস্তিতে গড়ায়। সেই সময় ঘটনাস্থলেই ছিলেন বিজেপি রাজ্য সভাপতি এবং স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতি অবশ্য পুলিশের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করেছেন। তিনি বলেন, শান্তিপূর্ণ ভাবে বন্ধ পালন করছিলাম। বালুরঘাট থানার আইসি প্ররোচনামূলক কথা বলছেন, তৃণমূলের কর্মীর মতো আচরণ করছেন। আমাকে, আমার ব্যক্তিগত সচিব, আমাদের দলের বিধায়ক, প্রার্থীকে ধাক্কা মারা হয়েছে। এই সংস্কৃতি বালুরঘাটে চলে না। সুকান্ত জানিয়েছেন, বন্ধ পালনের পরই দলের পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। নিউজ১৮।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ