Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুর শহরে তেলবাহী ট্যাংক লরির চাপায় ১জন নিহত

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ৬:০৫ পিএম

চাঁদপুর শহরের স্ট্যান্ড রোডে তেলবাহী লরির চাপায় অজ্ঞাত এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সোয়া ৫টার দিকে স্ট্যান্ড রোডস্থ কাজী ট্রেডার্স সংলগ্ন স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

তবে এখনো ওই নিহত পথচারীর নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে ছুটে যান।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সোমবার বিকেলে ওই পথচারী স্ট্যান্ড রোড দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ পিছন থেকে আসা মেঘনা ডিপোর তেলবাহী লরি তার গায়ের উপরে উঠিয়ে দেয়। এতে ওই পথচারীর মুখমন্ডল ভাউচারের চাকার নিচে পিষ্ট হয়ে যায় এবং পেটের নাড়িভুড়ি বেরিয়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। এমন ঘটনার পর পরই স্থানীয় জনতা ঘাতক লরিকে ঘটনাস্থলে আটকে রাখেন।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ মিয়া জানান, স্ট্যান্ডে রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। সম্ভবত মেঘনা ডিপোর ভাউচারের চাপায় পথচারী নিহত হয়েছে।
খবর পেয়ে আমি সাথে সাথে থানা থেকে আমাদের পুলিশ ফোর্স পাঠিয়েছি বাকিটা তদন্তের পর বলা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ