Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুশ আক্রমণে ধ্বংস হয়ে গেল বিশ্বের বৃহত্তম কার্গো বিমান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৪৫ এএম

ইউক্রেনে রুশ হামলায় পুড়ে গেছে বিশ্বের বৃহত্তম কার্গো বিমান। ‘আনতোভ এএন-২২৫ ম্রিয়া’ নামের এই বিমানটি ছিলো বিশ্বের বৃহত্তম কার্গো বিমান। দেশটির রাজধানী কিয়েভের নিকটবর্তী এক বিমানবন্দরে রুশ হামলায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। রোববার এক টুইটে তিনি বিষয়টি জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা হয়েছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ও বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান ইউক্রবোর্নপ্রম জানিয়েছে, কিয়েভের কাছে একটি কৌশলগত বিমানঘাঁটিতে রাশিয়ার হামলায় বিশ্বের বৃহত্তম কার্গো বিমান আন্তনভ-২২৫ ‘ম্রিয়া’ পুড়ে গেছে।
ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে ইউক্রবোর্নপ্রম জানিয়েছে, ‘রাশিয়ান আক্রমণকারীরা ইউক্রেনের বিমান বহরের ফ্ল্যাগশিপ কিংবদন্তি এএন-২২৫ ম্রিয়া ধ্বংস করেছে। এটি কিয়েভের নিকটবর্তী আন্তনভ বিমানঘাঁটিতে ঘটেছে।’ ওই পোস্ট আরও বলা হয়, ‘বিমানটি পুনরুদ্ধার করতে অন্তত ৩০০ কোটি ডলার খরচ হবে, সময়ও লাগবে অনেক বেশি।’
অপরদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রিও কুলেবা এক টুইট বার্তায় বিমানটি ধ্বংসের কথা জানিয়েছেন। টুইট বার্তায় বিমানটির ছবি সংযুক্ত করে তিনি বলেন, ‘এটি ছিলো বিশ্বের বৃহত্তম বিমান এএন-২২৫ ‘ম্রিয়া’ (ইউক্রেনীয়তে ‘স্বপ্ন)। রাশিয়া হয়তো আমাদের ‘ম্রিয়াকে’ ধ্বংস করেছে। কিন্তু তারা কখনোই আমাদের শক্তিশালী, মুক্ত ও গণতান্ত্রিক ইউরোপীয় রাষ্ট্রের স্বপ্নকে ধ্বংস করতে পারবে না। আমরা জয়ী হবোই!’
বিমানটি সোভিয়েত আমলের শেষ দিকে তৈরি করা হয়। বিমান উদ্ভাবক রাইট ভাইদের প্রথম ফ্লাইটের সমান লম্বা বিমানটির পই্য পরিবহনের অংশ।
মহাকাশ অভিযানের জন্য নির্মিত স্পেশ শাটল পরিবহনে বিমানটি ব্যবহৃত হতো। তবে বর্তমানে এটি তেমন ব্যবহার করা হতো না। সূত্র : আলজাজিরা ও বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ