Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তীব্র লড়াই চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ৫:৪৪ পিএম

ইউক্রেনে সর্বাত্মক অভিযানের চতুর্থ দিনে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশে করেছে রুশ বাহিনী। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ইউক্রেনের সেনাদের সঙ্গে ভারী লড়াই চলছে শত্রুদের। নিরাপত্তার স্বার্থে শহরে বসবাসরত ১০ লাখ ৪০ হাজার বাসিন্দাকে ঘরের গোপন জায়গায় অবস্থানের নির্দেশ দিয়েছে আঞ্চলিক প্রশাসন।

আন্তর্জাতিক সংবাধ্যমগুলো জানাচ্ছে, ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় শহরটিতে রুশ সেনাদের প্রতিহতে পথে পথে অব্স্থান করছে ইউক্রেনের সেনারা। শুধু খারকিভ নয় রবিবার ভোরের দিকে কিয়েভের বেশ কয়েকটি ভবনে হামলার ঘটনা ঘটেছে। কিয়েভকে সামনে রেখে রুশ বাহিনী চারদিক থেকে অগ্রসরের খবর পাওয়া যাচ্ছে।

এদিকে আক্রমণকারী রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর নোভা কাখোভকা দখল করেছে। আকারে ছোট হলেও এই শহরটি কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ। ইউক্রেনীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি তাদের লাইভ কাভারেজে এই তথ্য জানিয়েছে। এই শহরটি ডিনিপার নদীর তীরে অবস্থিত। এই নদী থেকে ক্রিমিয়া উপত্যকায় সরাসরি পানি যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ