Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তানজানিয়ার কিলির প্রতি কৃতজ্ঞ মোদি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৫১ পিএম

ভারতীয় গানের সঙ্গে নাচ করেন, লিপ দিয়ে ভিডিও বানান তানজানিয়ার কিলি পল। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ভাইরাল হয় তার ভিডিও। ক’ দিন আগেই আন্তর্জাতিক স্তরে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরার জন্য তাকে সম্মান জানিয়েছে তানজানিয়ার ভারতীয় হাই কমিশন। এবার ‘মন কি বাতে’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে উঠে এল কিলির কথা। তানজানিয়ার শিল্পীর উদাহরণ টেনে দেশের ছোটদের ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ ঐতিহ্য প্রসারের আহ্বান জানালেন তিনি।

কিলির মতো করে বিভিন্ন ভারতীয় ভাষাকে জনপ্রিয় করে তোলার কথা বলেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, “সকলকে বলব, বিশেষ করে ছোটদের বলছি, তোমরা কিলি ও নিমার মতো বিভিন্ন রাজ্যের জনপ্রিয় গানের ভিডিও বানাও। এর ফলে ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর নতুন সংজ্ঞা তৈরি হবে এবং ভারতীয় ভাষা জনপ্রিয় হয়ে উঠবে।” এইসঙ্গে ভারতীয় সংগীতের প্রতি অনুরাগ দেখানোয় কিলিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন, “তানজানিয়ার কিলি এবং নিমা ভারতীয় সঙ্গীতের প্রতি অনুরাগ দেখিয়েছেন। তারা লতা দিদিকে শ্রদ্ধা নিবেদন করেছেন, আমাদের জাতীয় সঙ্গীত গেয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ।”

উল্লেখ্য, একের পর এক জনপ্রিয় বলিউডি গানের লিপ সিঙ্কিং ও গানের তালে নিজের দেশের পোশাক পরে কিলির নাচ ভাইরাল হয়েই চলেছে সোশ্যাল মিডিয়ায়। নতুন নতুন বিষয়ে ভিডিও বানিয়ে স্বদেশে-বিদেশে বিখ্যাত হয়ে উঠেছেন তিনি। ‘শের শাহ’ ছবির ‘রাতেঁ লম্বিয়া’ গানের সঙ্গে তার নাচ ও গান জনপ্রিয়তায় ইতিহাস গড়েছে। এমনকী সাম্প্রতিক ভাইরাল বাংলা গান ‘বাদাম কাকু’র সঙ্গেও লিপ সিঙ্কিং এবং নাচ করে ভাইরাল হয়েছেন কিলি। ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানের সঙ্গে তিনি এবং তার বোন নিমার নাচ জনপ্রিয় হয়েছে।

এছাড়াও ভারতীয় মন্দিরগাত্র থেকে চুরি যাওয়া ঐতিহ্যশালী মূর্তি বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, “ভারত থেকে বহু মূর্তি পাচার করা হয়। তা বিভিন্ন দেশে বিক্রি করা হয়। সেই মূর্তিগুলো ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। ২০১৩ সাল পর্যন্ত মাত্র ১৩টি মূর্তি ফিরিয়ে আনা হয়েছিল। কিন্তু ২০১৪-এর পরে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং কানাডার মতো দেশগুলি থেকে ২০০ টির বেশি মূল্যবান মূর্তি ফিরিয়ে আনা হয়েছে।” সূত্র: টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ