মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনের রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নিতে মরিয়া রাশিয়ার সামরিক বাহিনী। রুশ বাহিনীর তীব্র আক্রমণের মুখে পাল্টা প্রতিরোধও গড়ে তুলেছে ইউক্রেনেরা সেনারা। ইউক্রেনের সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কোম্পানি উক্রভটোড, রাস্তায় থাকা দিক নির্দেশনার চিহ্নগুলো সরিয়ে ফেলছে। এসড়কের ঠিকঠাক দিক নির্দেশনা না পেলে রুশ বাহিনী বিভ্রান্ত হয়ে পথ হারাবে আর বিপাকে পড়বে এমন উদ্দেশ্যেই সড়ক সংকেত মুছে দেয়ার এই সিদ্ধান্ত নিয়েছে তারা। খবর রয়টার্সের।
ইউক্রেনীয় প্রতিষ্ঠান উক্রভটোড তাদের ফেসবুক পেইজে জানিয়েছে, ‘শত্রুদের যোগাযোগে দুর্বলতা রয়েছে। তারা ভূখণ্ডে সঠিকভাবে চলাচল করতে পারে না। আসুন তাদের নরকে যেতে সাহয্য করি।’
তারা রোড সাইনের স্থানগুলোতে বিভিন্ন ধরনের শব্দ সম্বলিত ছবি লাগিয়ে দিয়েছে। যা অনুবাদ করলে দাঁড়ায় ‘গো ফাক ইউরফেস’, ‘গো ফাক ইউরফেক্ট’ এবং ‘গো ফাক ইউসেফ ব্যাক ইন রাশিয়া’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।