প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড-এর নির্বাচনে সভাপতি পদে কামাল মো. কিবরিয়া লিপু ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী আতিকুর রহমান লিটন পেয়েছেন ১৮৮ ভোট। লিপুর প্যানেলের একজন বাদে সবাই জয় লাভ করেছেন।
কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন মো. সাফি উদ্দিন সাফি (২৭৫), এম এ কামাল (২৬৬), আজিজ আহমেদ পাপ্পু (২৭৫), জসিম আহমেদ (২৪০), আনোয়ার হোসেন আনু (২২৪), মো. আব্দুল্লাহ জেয়াদ (২১৮), হানিফ আকন দুলাল (২১০), জাহান এম এ রহমান (৩২৬), চিত্রনায়িকা রত্না কবির (২৯৮), শাহ মো. আলমগীর বাচ্চু (২২৭)।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটে উৎসবমুখর পরিবেশে বিএফডিসিতে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬১৯ জন। তার মধ্যে ৪৫৭ সদস্য ভোট প্রদান করে। ফিল্ম ক্লাবের এবারের নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন মো. হোসেন।
চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের পর ফিল্ম ক্লাব নির্বাচনে আবার শিল্প সংশ্লিষ্ট মানুষদের হাট বসে। শুরু থেকেই বিএফডিসি প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়। চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্ট মানুষদের পদচারণায় মুখরিত হয় নির্বাচনী এলাকা। নির্বাচনের কয়েকদিন আগে থেকেই এফডিসিতে শোভা পায় প্রার্থীদের পোস্টার-ব্যানার। নিজ নিজ প্যানেলের হয়ে ব্যানার, ফেস্টুনে ভরে যায় পুরো বিএফডিসি প্রাঙ্গণ।
উল্লেখ্য, ফিল্ম ক্লাবের সদস্যরা ভোটের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করেন। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি সংগঠনটির নির্বাচন হওয়ার কথা থাকলেও তা আদালতের আদেশে স্থগিত ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।