Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বেবি বাম্পের’ ছবি প্রকাশ্যে আনলেন পরীমনি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ১০:২৩ এএম

সন্তানসম্ভবা হওয়ার ঘোষণা দিয়েছিলেন আগেই, এবার ‘বেবি বাম্পের’ ছবি প্রকাশ্যে আনলেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। শনিবার সন্ধ্যায় অন্তঃসত্ত্বা এই চিত্রনায়িকা তার ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা গেল, পেটে হাত রেখে হাস্যোজ্বল মুখে দাঁড়িয়ে আছেন পরী। পেছন থেকে তাকে জড়িয়ে আছেন স্বামী শরিফুল রাজ।

ছবিটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, শব্দেরা মিলায়ে যায়। বোঝাই যাচ্ছে, মাতৃত্বের আনন্দে ভাষা হারিয়ে ফেলেছেন নায়িকা। মুখের স্নিগ্ধ হাসিটাই যেন সব বলে দিচ্ছে। আর পরীমনি মুখায়বে মাতৃত্বের আভা ফুটে উঠেছে; অনাগত সন্তানকে পরম মমতায় যেন আগলে রাখছেন হবু বাবা-মা।

জানা গেছে, অন্তঃসত্ত্বা হওয়ার কারণে কাজ থেকে বিরতি নিয়েছেন পরীমনি। শরিফুল রাজও সেভাবে কাজ করছেন না এখন। স্ত্রীকে সার্বক্ষণিক সময় দিচ্ছেন, খেয়াল রাখছেন।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি হঠাৎ অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন পরীমনি। একইসঙ্গে জানান, তরুণ অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছেন তিনি। গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়েটা সেরে ফেলেন। প্রথম দেখা হওয়ার মাত্র সাতদিনের মাথায় তারা জীবনের নতুন অধ্যায় শুরু করেন।

এরপর চলতি বছরের ২২ জানুয়ারি বনানীর বাসায় জমকালো আয়োজনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন পরীমনি ও রাজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ