Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাইয়েকানোর মাঠে রিয়ালের কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ৮:১৫ এএম

ভাইয়েকানোর মাঠে শনিবার লা লিগার জমজমাট ম্যাচে ১-০ গোলে জিতেছে রিয়াল। ম্যাচের শুরু থেকে রিয়াল মাদ্রিদের শুরুর চাপ সামলে পাল্টা আক্রমণে ভীতি ছড়াল রায়ো ভাইয়েকানো। দুই দলের মুহুর্মুহু আক্রমণে ম্যাচ জুড়ে দুই গোলরক্ষক ভীষণ ব্যস্ত ছিল। কিন্তু তাতেও গোলের দেখা আর মেলে না। শেষ মুহুর্তে রিয়ালের একমাত্র জয়সুচক গোলটি করেন করিম বেনজেমা।

এদিন ম্যাচের ম্যাচ শুরু হতেই এগিয়ে যেতে পারত রিয়াল। কিন্তু মার্কো আসেনসিওর শট দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন গোলরক্ষক। প্রতিপক্ষের চাপে দিশেহারা না হয়ে ভাইয়েকানোও শুরু করে পাল্টা আক্রমণ। একাদশ মিনিটে ডান দিক থেকে তাদের ফরোয়ার্ড বেবের শট লাগে পাশের জালে। ম্যাচের ৪০তম মিনিটে জালে বল পাঠান কাসেমিরো। অফসাইডে থাকায় মেলেনি সেই গোল। প্রথমার্ধের লড়াইয়ে ভাইয়েকানো ১৩ শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে তিনটি আর রিয়ালের আট শটের পাঁচটি ছিল লক্ষ্যে।

বিরতির পরও আক্রমণ পাল্টা আক্রমণ চলে। অবশেষে ৮০তম মিনিটে দারুণ সুযোগ পায় স্বাগতিকরা। জটলার মধ্যে বল পায়ে কোনোমতে শট নেন অস্কার ত্রেহো। কোর্তোয়া পা দিয়ে ঠেকিয়ে দেন। এর ঠিক তিন মিনিট পর (৮৩ মিনিটে) জয় সূচক কাঙ্ক্ষিত গোলটির দেখা পায় রিয়াল। ডি-বক্সে ভিনিসিউসকে ছোট পাস দিয়ে সামনে এগিয়ে যান বেনজেমা। ফিরতি পাস দেন বেনজেমাকে। অনায়াসে ফাঁকা জালে বল পাঠান ফরাসি ফরোয়ার্ড।

এরপর আর গোলের দেখা মেলেনি। পুরো ম্যাচে গোলের উদ্দেশ্যে শট নেওয়ায় তারা অনেক এগিয়ে রায়ো ভাইয়েকানো। ১৯ শটের পাঁচটি লক্ষ্যে রাখে তারা। যেখানে রিয়ালের ১৩ শটের মধ্যে লক্ষ্যে ছিল ৬টি। এই জয়ে রিয়ালের ২৬ ম্যাচে ১৮ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট ৬০। এক ম্যাচ কম খেলা সেভিয়া ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে। সমান ২৫ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল বেতিস। ২৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে চতুর্থ বার্সেলোনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ