Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিয়েভের রাস্তায় রাস্তায় লড়াই চলছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ৯:০১ পিএম

রাশিয়ার আক্রমণের তৃতীয় দিনে কিয়েভের লোকজনকে রাস্তায় লড়াই এবং ‘বিধ্বংসী গোষ্ঠী’ সম্পর্কে সতর্ক করা হচ্ছে। বৃহস্পতিবার রুশ সেনারা প্রথমবার সীমান্ত অতিক্রম করার পর থেকে দেশব্যাপী ১৯৮ জন ইউক্রেনীয় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

যারা এখনও ইউক্রেনের রাজধানীতে আছেন তাদের আশ্রয়ের সন্ধান করতে বা থাকতে বলা হচ্ছে। জানালার কাছে বা বারান্দায় যাওয়া এড়িয়ে চলতে এবং ধ্বংসাবশেষ বা বুলেটের আঘাতের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো শনিবার দাবি করেছেন ‘রাজধানীতে কোনও রাশিয়ান সেনা নেই’ তবে ‘বিধ্বংসী গোষ্ঠী’র হামলা এবং রাস্তায় ‘অগ্নিযুদ্ধ’ চলছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বাসিন্দাদের ‘দখলদারকে ঠেকাতে’ মোলোটভ ককটেল তৈরি করার নির্দেশ দিয়েছে। অন্যদিকে ক্লিটসকো সতর্ক করেছেন, ‘শত্রু আকাশ থেকে আক্রমণ করবে’।

অন্তত ১৯৮ ইউক্রেনীয়, তিন শিশুসহ সারা দেশে এখন পর্যন্ত মারা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান ইউক্রেনীয় ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সিকে বলেছেন, একটি আবাসিক টাওয়ার ব্লক রাতারাতি গোলাগুলির আঘাতে বিধ্বস্ত হয়েছে। সূত্র: স্কাই নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ