Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্লেড হাতে গৃহবধূর ওপর হামলা প্রেমিকের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্কে অনীহা। শীতল সম্পর্কের মাঝেই কখন যে দু’জনের জীবনে তৃতীয় সম্পর্ক এসেছিল তা ধরতেও পারেননি অরূপ বাগ এবং তার প্রেমিকা। তাই পরকীয়ায় জড়িয়েছিলেন তারা। তবে মাঝপথেই নাকি প্রতিশ্রুতিভঙ্গ করেন মহিলা। আর তার জেরে প্রেমিকার গলায় ব্লেড চালানোর অভিযোগ উঠল ওই ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় বজবজ থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ আটকও করেছে তাকে। বছর বিয়াল্লিশের অরূপ বাগ বজবজ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ব্যাচেলার রোডের বাসিন্দা। মহেশতলা থানার বাটানগরের বাদাম তলার বাসিন্দা এক গৃহবধুর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে তার। বেশ কয়েক বছর ধরে সম্পর্ক ছিল তাদের। তার ফলে অরূপের স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি হয়। অভিযোগ, ওই মহিলা তার থেকে বিভিন্ন অছিলায় অনেক টাকা হাতিয়ে নেয়। বিভিন্ন সময় নানা সামগ্রীও নেয় সে। তবে দাবিদাওয়া মেটার পর বর্তমানে ওই গৃহবধূ অরূপের সঙ্গে আর সম্পর্ক রাখতে চান না। তাতেই উত্তেজিত হয়ে পড়েন অরূপ। দেখা করার অছিলায় মহিলাকে ডেকে পাঠায় ওই যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বজবজ স্টেশন রোড সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের সামনে শুক্রবার রাত পৌনে নটা নাগাদ তাদের দেখা যায়। কথা কাটাকাটি করছিলেন দু’জনে। হঠাৎই দেখা যায়, ওই ব্যক্তি পকেট থেকে একটি ব্লেড বের করে। মহিলার গলায় চালায় সেটি। এরপরই মহিলা মাটিতে লুটিয়ে পড়েন। এই দৃশ্য দেখার পরই সাধারণ মানুষ ওই ব্যক্তির পিছু ধাওয়া করে। তবে তাতে বিশেষ লাভ হয়নি। অরূপ সেই সময় গা ঢাকা দেয়। স্থানীয়রাই বজবজ ফাঁড়িতে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ওই ব্যক্তিকে চড়িয়াল মোড় থেকে আটক করা হয়। মহিলা বর্তমানে ভরতি হাসপাতালে। পুলিশি জেরায় গোটা ঘটনাই স্বীকার করেছে সে। যদিও মহিলার পরিবারের দাবি, অরূপ জোর করেই তার সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছিল। তার প্রতিবাদ করায় মহিলার উপর হামলা চালানো হয়। সংবাদ প্রতিদিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ