Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, প্রেমিকা ও হোটেল ম্যানেজার আটক

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ২:৪২ পিএম | আপডেট : ৩:৩৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২২

আজ শহরের মেডিকেল কলেজ গেট সংলগ্ন ডক্টরস পয়েন্টের এমআলী হোটেলের ৩০৭ নম্বর কক্ষের বাথরুম থেকে শামিম আকন(৩০) নামের এক যুবকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।


মৃত মোঃ শামীম সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের আবদুর রজ্জাক হাওলাদারে ছেলে। সে পৌর শহরের নুর ক্লিনিকের অফিস সহায়ক ছিলেন। এঘটনায় ওই হোটেলের ম্যানেজার সুজন রায় ও শামীমের সঙ্গে থাকা প্রেমিকাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল রাতে শামিম ও তার প্রেমিকা স্বামী স্ত্রী পরিচয়ে ওই হোটেলে ভাড়া ওঠেন। পরে সকালে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। এদিকে শামিমের প্রেমিকার দাবি, রাতে তাকে ঘুমের ঔষধ খাইয়ে দিয়ে শামীম আত্মহত্যা করেছে।

শামিমের পিতা আবদুর রাজ্জাক জানান, ছেলের লাশ দেখে আত্মহত্যা মনে হয়নি, তাকে হত্যা করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার ওসি তদন্ত মোঃ নুরুল ইসলাম মজুমদার জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রেমিকা ও হোটেল ম্যানেজাররকে জিজ্ঞাসাবাদের জন্য থানার আনা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ