মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন অব্যাহত রয়েছে। চলছে গুলি, বোমা বর্ষণ। যে পথ দিয়ে গাড়ি চলে, সেই পথ দিয়ে ট্যাঙ্কার চলছে। সাধারণ মানুষ প্রাণ সংশয়ে ভুগছেন। রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, এক লক্ষেরও বেশি মানুষ গৃহহারা হয়েছেন। আত্মরক্ষার্থে তাঁরা মেট্রো স্টেশন কিংবা ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রের মতো জায়গায় লুকিয়ে রয়েছেন।
এমন অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো ইউক্রেনকে সাহায্য করতে সেনা পাঠাতে অস্বীকার করেছে। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মতে তাঁদের অবস্থা আফগানিস্তানের মতো হয়েছে।
জেলেনস্কি বলেন, “নিজেদের রক্ষার জন্য আমরা একা হয়ে গেছি। ইউক্রেনের অবস্থা গত বছর আফগানিস্তানের মতোই।” সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।