নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অবশেষে জয়ের মুখ দেখলো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। টানা চার হারের পর পঞ্চম ম্যাচে জিতল তারা। শুক্রবার বিকালে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে নিজেদের হোম ভেন্যুতে মুক্তিযোদ্ধা ২-১ গোলে হারায় নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘকে।
প্রথমার্ধের খেলা গোলশূন্য শেষ হলে ম্যাচের দ্বিতীয়ার্ধেই তিন গোল হয়। স্বাধীনতা ক্রীড়া সংঘ প্রথমে গোল করে লিড নিলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি। দুর্ভাগ্যও ভর করেছিল তাদের উপর। ম্যাচের ৫৪ মিনিটে নিডোর গোলে এগিয়ে যায় স্বাধীনতা ক্রীড়া সংঘ (১-০)। ৮০ মিনিটে স্বাধীনতার মুরাদ আত্মঘাতি গোল করলে সমতায় ফেরে মুক্তিযোদ্ধা (১-১)। ৮৩ মিনিটে মুক্তিযোদ্ধার পক্ষে জয়সূচক গোলটি করেন জাপানি ফরোয়ার্ড তেতসুয়াতি মিশওয়া (২-১)। পাঁচ ম্যাচে প্রথম জয়ে ৩ পয়েন্ট নিয়ে তালিকায় এগারোতম স্থানে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। সমান ম্যাচে একটি করে জয় ও ড্রতে এবং তিন হারে ৪ পয়েন্ট পাওয়া স্বাধীনতার অবস্থান নবম স্থানে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।