বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশ্ব খ্যাত ম্যানগ্রোভ ফরেষ্ট সুন্দরবনে একসাথে তিনটি বাঘের দেখা পেয়েছে বনবিভাগের স্মার্ট পেট্রোল টীম। সাম্প্রতিক বছরগুলোতে এমন ঘটনা ঘটেনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে গভীর সুন্দরবনে দায়িত্বরত স্মার্ট পেট্রোল টীমের সামনে ধরা পড়ে এই দৃশ্য। স্মার্ট পেট্রোল টীমের সদস্য মফিজুর রহমান চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, টহলরত অবস্থায় সুন্দরবন পূর্ব বন্যপ্রাণী অভয়ারণ্যে একই সাথে মা ও দু'টি বাচ্চাসহ মোট ৩ টি বাঘ আমরা দেখতে পাই। প্রায় ২৫ মিনিট বাঘ ও দুই শাবক একই জায়গায় অবস্থান করছিল। এ নিয়ে গত এক সপ্তাহে তিনবার বাঘ ও শাবক দুটির দেখা পাওয়া গেল। এর আগে ২০১৩ সালের ৪ নভেম্বর স্মার্ট পেট্রোল টীমের সামনে একসাথে এক জোড়া প্রাপ্ত বয়স্ক পুরুষ ও স্ত্রী বাঘের দেখা মিলেছিল। তিনি আরও জানান, বাঘ সাধারণত বনের গহীনে থাকে। মাঝে মাঝে পানি খাওয়ার জন্য বনের কিনারে আসে। সচরাচর বাঘের দেখা মেলে না। তাছাড়া সুন্দরবনে বাঘের সংখ্যাও অনেক কমে গেছে। তবে এখন ধারণা করা হচ্ছে, করোনায় দীর্ঘদিন পর্যটকদের প্রবেশ বন্ধ থাকায় ও সুন্দরবনে টহল জোরদার করায় চোরা শিকারীদের আনাগোনা কমে যাওয়ায় বণ্য প্রাণী ও পাখির সংখ্যা বেড়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।