Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রমোদ তরী বে ওয়ান ক্রুজ ফেরত আনা হচ্ছে চট্টগ্রামে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৪২ এএম

মধ্য রাতে মাঝ সাগরে অগ্নিকাণ্ডের শিকার বে ওয়ানের ১টি ইঞ্জিন বিকল হওয়ায় সেটিকে চট্টগ্রামে ফিরিয়ে আনা হচ্ছে। বন্দরের শক্তিশালী টাগবোট এ কাজে সহায়তা করছে। শুক্রবার সকাল ১০টার দিকে টাগবোট ‘কাণ্ডারী ১০’ ক্রুজ শিপটিকে নিয়ে যাত্রা শুরু করে। জাহাজের একটি ইঞ্জিন সচল রয়েছে। বন্দর সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টায় বে ওয়ান পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনালে পৌঁছাবে।বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জাহাজটি চট্টগ্রাম ছেড়ে যায়।

আধঘণ্টা চলার পর জাহাজের পঞ্চম তলায় ধোঁয়া দেখতে পান যাত্রীরা। ধোঁয়ার কারণে ইঞ্জিন বন্ধ রাখা হয়েছে বলে জানান জাহাজে দায়িত্বরতরা। যাত্রীদের অভিযোগ, জাহাজ কর্তৃপক্ষ ইঞ্জিনের সমস্যা, ধোঁয়া, আগুনের খবর ফায়ার সার্ভিস, কোস্টগার্ড বা দায়িত্বশীলদের জানায়নি। যাত্রীরাই স্বজনদের দুর্ভোগের কথা জানান। আতঙ্কিত যাত্রীদের লাইফ জ্যাকেট পরানো হয়। এ সময় তারা দোয়া দরুদ পড়তে থাকেন। গভীর সাগরে থাকায় মোবাইল ফোনের নেটওয়ার্কের সমস্যায় পড়েন অনেকে। বে ওয়ান পরিচালনার দায়িত্বে থাকা কর্ণফুলী শিপ বিল্ডার্সের একজন কর্মকর্তা জানান, জাহাজের একটি ইঞ্জিনে এয়ার লক হয়েছে। আরেকটি ইঞ্জিন সচল আ
চট্টগ্রামের পতেঙ্গা থেকে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরে চলন্ত অবস্থায় আগুন ধরে যায় প্রমোদতরী ‘বে ওয়ান ক্রুজে’। চট্টগ্রামভিত্তিক কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের মালিকানাধীন এই জাহাজটির ইঞ্জিন রুমে হঠাৎ আগুন ধরে যাওয়ার কিছুক্ষণ পর সেটি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় এক জন ক্রুসহ দুজন পর্যটক ‘সামান্য’ আহত হয়েছেন বলে খবর মিলেছে। বৃহস্পতিবার রাত দুইটায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় সব যাত্রীকে লাইফ জ্যাকেট পরিয়ে জাহাজটিকে কুতুবদিয়ার কাছাকাছি জায়গায় নোঙর করে রাখা হয়েছে বলে জাহাজটিতে অবস্থানরত কয়েকজন যাত্রী জানিয়েছেন। এই জাহাজে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক রয়েছেন বলে জানিয়েছেন কয়েকজন যাত্রী। জাহাজটিতে অন্তত পাঁচ শতাধিক পর্যটক রয়েছেন। রাত ১১টায় চট্টগ্রামের পতেঙ্গা থেকে ছেড়ে যাওয়ার পর রাত সোয়া ১২টার দিকে সেন্টমার্টিনগামী প্রমোদতরী ‘বে ওয়ান ক্রুজের’ ইঞ্জিন রুমে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুনের ধোয়া জাহাজের অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহিলা ও শিশুরা কান্নাকাটি শুরু করে । এ সময় কর্তৃপক্ষ ঘোষণা দেয় জাহাজে ইঞ্জিন রুমে আগুন লেগেছে। তবে তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রাত ১টা ২০ মিনিটে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানা গেছে।

জাহাজটিতে থাকা চট্টগ্রামের মানবাধিকার কর্মী আমিনুল হক বাবু রাত ২টার দিকে সাংবাদিকদের জানান, ‘রাত সোয়া ১০টায় পতেঙ্গা থেকে জাহাজটি ছেড়ে আসে। রাত সোয়া ১২টার দিকে আমরা কেবিন থেকে ধোঁয়ার গন্ধ পেয়ে বের হই। ছাদে গিয়ে প্রচুর ধোঁয়া দেখলাম। তখন আতঙ্কে যাত্রীরা হুড়োহুড়ি করছিল।
রাত ১টা ২০ মিনিটের দিকে জাহাজটিতে থাকা এক পর্যটক জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এরপর থেকে জাহাজের ইঞ্জিন আর চালু হয়নি। ওই সময় প্রায় সব যাত্রীকে লাইফ জ্যাকেট পরানো হয়েছে।
জানা গেছে, জাপান থেকে আমদানি করা জাহাজটি অন্তত ২৯ বছরের পুরনো। এক সময়ের সালভিয়া মারুকে মেরামত করে ‘বে ওয়ান ক্রুজ’ নাম দিয়ে চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন রুটে চালু করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ