Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিয়েভেই থাকবো: ইউক্রেনের প্রেসিডেন্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৩১ এএম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলার মুখে পড়েছে ইউরোপের কোনও দেশ। ইউক্রেনের রাজধানী কিয়েভের অভিমুখে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। শুক্রবার এমন পরিস্থিতিতেও রাজধানী কিয়েভেই অবস্থান করার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের ঘোষণা দেওয়ার পর রাশিয়া স্থল, আকাশ এবং সমুদ্র পথে ইউক্রেনে হামলা শুরু করে। বড় শহরগুলো বিস্ফোরণ আর গুলির শব্দে কেঁপে উঠলে এক লাখের বেশি মানুষ বাড়ি ছেড়ে পালিয়ে যায়। বহু মানুষ নিহতের খবর পাওয়া যাচ্ছে।
যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার লক্ষ্য কিয়েভ দখল করা এবং সরকার উৎখাত করা। বৃহস্পতিবার রাশিয়া কিয়েভের উত্তরে চেরনোবিল পারমাণবিক কেন্দ্র দখল করে নিয়েছে। বেলারুশ থেকে সবচেয়ে সংক্ষিপ্ত পথে ঢুকে পড়ে এই কেন্দ্রের দখল নেয় রাশিয়া। সম্প্রতি বেলারুশে সেনা মোতায়েন করে রাশিয়া।
শুক্রবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘শত্রুরা আমাকে এক নম্বর টার্গেট হিসেবে চিহ্নিত করে মেরে ফেলতে চায়। আমার পরিবার দুই নম্বর টার্গেট। তারা রাষ্ট্রের প্রধানকে ধ্বংস করে রাজনৈতিকভাবে ইউক্রেনকে ধ্বংস করতে চায়।’ তিনি বলেন, ‘আমি রাজধানীতেই থাকবো। আমার পরিবারও ইউক্রেনে থাকবে।’
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই অভিযানের লক্ষ্য কিয়েভের গণহত্যার শিকারে পরিণত হওয়া মানুষদের রক্ষা এবং ইউক্রেনকে নাৎসীমুক্ত এবং নিরস্ত্রীকরণ করা।
জেলেনস্কির নিরাপত্তা নিয়ে ভীত কিনা জানতে চাইলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘আমার জানামতে প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনে তার দায়িত্বে থাকবেন আর আমরা অবশ্যই ইউক্রেনে আমাদের সব বন্ধুর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন- সরকারি কর্মকর্তা এবং অন্যদের।’ সূত্র: বিবিসি, রয়টার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ