Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধ শুরু

ক্ষেপণাস্ত্র হামলায় ওচাকিভ বন্দর ধ্বংস : রাডার ব্যবস্থা বিধ্বস্ত : নিহত শতাধিক

মুহাম্মদ সানাউল্লাহ/ইশতিয়াক মাহমুদ | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২৯ এএম

আজ জি-৭ ভুক্ত দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বাইডেন

মস্কোর বিরুদ্ধে ‘ব্যাপক নিষেধাজ্ঞা’ নিয়ে বিভক্ত ইইউ
দুঃসময়ে রাশিয়ায় পাশে বন্ধু চীন
ইউক্রেনে বাহিনী পাঠানোর পরিকল্পনা নেই : ন্যাটো
তুর্কি প্রণালী বন্ধ করতে আঙ্কারারে প্রতি আহবান কিয়েভের

বাংলাদেশ সময় গতকাল সকাল নয়টা নাগাদ প্রেসিডেন্ট পুতিনের ঘোষণার পরেই ইউক্রেনে শুরু হয়েছে রাশিয়ার সেনা অভিযান। ইউক্রেনের প্রেসিডেন্টের পরামর্শদাতা জানিয়েছেন, পুতিনের ঘোষণার ৪ ঘণ্টার মধ্যে সাধারণ নাগরিকসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে। রাশিয়ারও ৫০ সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তারা সতর্কবাণী উচ্চারণ করেছে যে, রাশিয়া চেরনোবিলে আক্রমণ করলে পুরো ইউরোপ জুড়ে তেজস্ক্রিয়াতা ছড়িয়ে মহাবিপর্যয় দেখা দিতে পারে। কৃষ্ণ সাগরে ন্যাটো-সদস্য তুরস্কের মালিকানাধীন একটি জাহাজে আঘাত হামলার শিকার হয়েছে। ইউক্রেনের সরকারি উপদেষ্টারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, বর্জ্য অঞ্চলের অভ্যন্তরে লড়াই পারমাণবিক স্টোরেজ সুবিধাগুলোকে ধ্বংস করতে পারে, ফলে তেজস্ক্রিয়তা তৈরি হয়ে পুরো ইউরোপকে ঢেকে দিতে পারে। ন্যাটো-সদস্য তুরস্ক বলেছে যে, তাদের একটি জাহাজ ওডেসার কাছে একটি বোমা’য় আঘাতপ্রাপ্ত হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, রাশিয়ার সামরিক হেলিকপ্টারগুলো ইউক্রেনের রাজধানীর উপরে টহল দিতে শুরু করে, আর সেনাবাহিনী ইউক্রেনের উত্তর, দক্ষিণ এবং পূর্ব দিক থেকে সর্বাত্মক আক্রমণ শুরু করে। রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিমানবন্দর এবং সামরিক ঘাঁটিতে আঘাত করে। ট্যাঙ্কগুলো সীমান্ত দিয়ে ইউক্রেনে প্রবেশ করে। এসময় প্রচুর হতাহতের খবর পাওয়া যায়।
রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সেনা অভিযান’ পরিচালনার ঘোষণা দেয়ার পর থেকে ইউক্রেনের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, তারা পাঁচটি রুশ বিমান ও একটি হেলিকপ্টার গুলি করে ভ‚পাতিত করেছে। ইউক্রেনের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘শান্ত থাকুন ও ইউক্রেনের রক্ষকদের ওপর বিশ্বাস রাখুন।’ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিমান ভ‚পাতিত হওয়ার খবর অস্বীকার করেছে। রাশিয়ার সেনা অভিযান শুরুর পরেই রাজধানী কিয়েভের আন্ডারগ্রাউন্ড স্টেশনগুলোতে শহরের মানুষ আশ্রয় নিতে জড়ো হয়। অনেকে বাসে করে শহর ছেড়ে যেতে উদ্যত হন। এছাড়া মহাসড়কে শহর ছাড়তে চাওয়া গাড়ির লম্বা লাইনও দেখা গেছে। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে একাধিক খবর প্রকাশ করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে প্রতিবেশী দেশ বেলারুশের সেনারাও রাশিয়ার সেনাদের সাথে অভিযানে যোগ দিচ্ছে, অর্থাৎ ইউক্রেনের উত্তর দিক থেকেও এখন আক্রমণ হচ্ছে। বেলারুশ দীর্ঘদিন যাবত রাশিয়ার মিত্র। বেশ কিছুদিন যাবত সেখানে দু’দেশের বিশাল আকারের সামরিক মহড়া চলছিল। বিশ্লেষকরা এই ছোট দেশকে রাশিয়ার ‘ক্লায়েন্ট স্টেট’ বা মক্কেল রাষ্ট্র হিসেবে বলে থাকেন।
মস্কোর স্থানীয় সময় ভোর ৫টা ৫৫ মিনিটে পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালানোর ঘোষণা দেন। এর কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা এবং মিসাইল হামলা শুরু হয় বলে খবর প্রকাশিত হয়। ইউক্রেনের রাজধানী কিয়েভে জরুরি সাইরেন বাজানো হয় এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় মহাসড়কগুলোতে শহর ছেড়ে যেতে চাওয়া মানুষের গাড়ির ভিড়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই আতঙ্ক প্রকাশ করে মন্তব্য করেছেন যে, তারা বোমা থেকে সুরক্ষা পেতে আশ্রয় কেন্দ্র এবং বেজমেন্টে আশ্রয় নিচ্ছেন। কিয়েভে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের সাংবাদিক লুক হার্ডিং টুইট করেছেন যে, রাস্তায় অপেক্ষাকৃত কম মানুষ দেখা যাচ্ছে এবং মানুষকে ক্যাশ মেশিনগুলোতে লাইন দিতে দেখা যায়।
ইউক্রেন বলছে, রুশ সেনাবাহিনীর যানবাহন উত্তরে বেলারুশ ও দক্ষিণে ক্রাইমিয়া ছাড়াও বেশ কয়েকটি অংশ দিয়ে ইউক্রেনে প্রবেশ করেছে। এছাড়া পূর্বাঞ্চলে খারকিভ এবং লুহানস্ক অঞ্চল দিয়ে রুশ বাহিনী প্রবেশ করেছে। দশ দিন আগে পশ্চিমা গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের এক মূল্যায়নে উঠে আসে যে, কিয়েভ শহরে উত্তর দিক থেকে আক্রমণ চালাতে দেশটির পূর্বাঞ্চলে ডনবাসের কাছে থাকা সবচেয়ে শক্তিশালী সেনা ঘাঁটিগুলোকে নিষ্ক্রিয় করতে হবে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে ধারণা করা যাচ্ছে যে, সব দিক থেকেই হামলা পরিচালিত হচ্ছে। রুশ সেনাবাহিনীর বহর ইউক্রেনের উত্তরে চেরনিহিভ ও সুমি অঞ্চল দিয়ে এবং পূর্বাঞ্চলে লুহানস্ক ও খারকিভ অঞ্চল দিয়ে দেশটির ভেতরে প্রবেশ করেছে বলে জানাচ্ছে ইউক্রেনের সীমান্ত রক্ষী বাহিনী, ডিপিএসইউ। ডিপিএসইউ বলছে, কামানের গোলা চালানোর পর রুশ সেনাবাহিনী সীমান্তের ভেতরে আগ্রাসন শুরু করে। সংস্থাটি জানিয়েছে, ইউক্রেনের সীমান্তরক্ষী ও সশস্ত্র বাহিনী ‘শত্রুকে প্রতিহত করতে সব পদক্ষেপ নিচ্ছে।’
আমেরিকার দাবি, ইউক্রেন সীমান্ত বরাবর প্রায় ২ লাখ সৈন্য সমাবেশ করেছে মস্কো। সেই বিপুল সৈন্য এগিয়ে চলেছে ইউক্রেনের দিকে। ক্রিমিয়া দিয়ে তারা দলে দলে ঢুকে পড়ছে ইউক্রেনের মূল ভূখণ্ডে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এরকম কালো সময় আর দেখেনি ইউরোপ, প্রতিক্রিয়া ইউরোপীয় ইউনিয়নের। রাশিয়ার সঙ্গে সমস্ত রকম ক‚টনৈতিক যোগ ছিন্ন করেছে ইউক্রেন। লাতভিয়া ও চেক রিপাবলিক তাদের কিভের দূতাবাস বন্ধ করে দিয়েছে। ইউক্রেন পুলিশ এবং বিপর্যয় বিভাগের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার কিয়েভে ইউক্রেনের সামরিক বিমান ভেঙে পড়েছে। তাতে ১৪ জন ছিলেন। যা রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছিল।
নিষেধাজ্ঞা নিয়ে বিভক্ত ইইউ : ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ফন ডের লেইন বলেছেন, আজই ইউরোপিয়ান নেতাদের কাছে ‘ব্যাপক এবং সুনির্দিষ্ট নিষেধাজ্ঞার প্যাকেজ’-এর প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হবে। তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পুতিন ইউরোপে যুদ্ধ ফিরিয়ে এনেছেন। আমরা রাশিয়া’র অর্থনৈতিক ভিত্তি এবং তার আধুনিকায়নের সক্ষমতা দুর্বল করবো। রুশ অর্থনীতির কৌশলগত খাতগুলোকে লক্ষ্য করা হবে, যেন প্রধান প্রধান প্রযুক্তি এবং বাজারে তারা প্রবেশ করতে না পারে।’
আক্রমণের আগ পর্যন্ত, নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনায় সরাসরি জড়িত ইউরোপীয় ক‚টনীতিকরা ইউরোপীয় ইউনিয়নের অনেক কম ঐক্যবদ্ধ চিত্র উপস্থাপন করেছিলেন, যার রাশিয়ান গ্যাসের উপর নির্ভরশীলতা তার নিজস্ব অর্থনীতিকে পঙ্গু না করে মস্কোকে সত্যিকারের শাস্তি দেয়ার উপায়গুলোর মধ্যে একটি মাত্র। ক‚টনীতিকরা বলেছেন যে, বেশ কয়েকটি ইইউ সদস্য রাশিয়ার অর্থনীতির অন্যান্য সেক্টর সম্পর্কে উদ্বিগ্ন ছিলেন যেগুলোকে শাস্তি দেয়া যেতে পারে। অস্ট্রিয়া, জার্মানি এবং ইতালি আন্তঃসীমান্ত আর্থিক লেনদেন এবং ব্যাংকিং কার্যক্রমের ওপর বিস্তৃত নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এবং ইতালি বিলাস দ্রব্যের শিল্পকে নিষেধাজ্ঞায় না রাখতে চাপ দিচ্ছিল যাতে তারা রাশিয়ায় ফ্যাশন এবং অন্যান্য উচ্চমানের পণ্য রপ্তানি চালিয়ে যেতে পারে।
জি-৭ভুক্ত দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বাইডেন : আজ শুক্রবারই জি-৭ নেতাদের সঙ্গে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি জি-৭ নেতাদের সঙ্গে বৈঠক করব এবং আমেরিকা এবং আমাদের মিত্র শক্তিরা সম্মিলিতভাবে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে।’ একইসঙ্গে বাইডেন জানান, ‘ইউক্রেন এবং ইউক্রেনের জনগণকে সমর্থন ও সহায়তা প্রদান অব্যাহত রাখব আমরা।’
রাশিয়ায় পাশে বন্ধু চীন : পুতিন ইউক্রেনে হামলা চালানোর নির্দেশ দেয়ার পরই ইউক্রেনে থাকা সবপক্ষকে সংযম রাখার আবেদন জানিয়েছে বেইজিং! তারা রাশিয়ার আক্রমণের সমালোচনা করতে অস্বীকার করেছে। বৃহস্পতিবার চীন আবারও ইউক্রেনের সঙ্কট সমাধানের জন্য আলোচনার আহবান জানিয়েছে। শুধু তাই নয়, এদিন রাশিয়া থেকে নতুন করে গম আমদানির অনুমোদন দিয়েছে চীন। মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব কমাতে সাহায্য করার জন্যই এই পদক্ষেপ নিয়েছে বেইজিং।
গতকাল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং একটি দৈনিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন যে, ‘ইউক্রেন ইস্যুটি তার ঐতিহাসিক পটভ‚মিতে জটিল... আমরা আজ যা দেখছি তা হল সেই জটিলতার ফলশ্রæতি।’ ‘চীন নিবিড়ভাবে সাম্প্রতিক পরিস্থিতি অনুসরণ করছে,’ হুয়া বলেছেন। ‘আমরা এখনও আশা করি যে সংশ্লিষ্ট পক্ষ শান্তির দরজা বন্ধ করবে না এবং পরিবর্তে সংলাপ ও পরামর্শের নিযুক্ত হবে এবং পরিস্থিতিকে আরও উত্তপ্ত হওয়া থেকে বিরত রাখবে।’ যদিও চীন প্রেসিডেন্ট পুতিনের পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলের স্বাধীনতার স্বীকৃতি বা সেখানে রাশিয়ান বাহিনী পাঠানোর পুতিনের সিদ্ধান্তকে সমর্থন করেনি, হুয়া বলেছেন যে, চীন ‘অন্যদের বৈধ নিরাপত্তা উদ্বেগকে সম্মান করার জন্য পক্ষগুলোকে আহবান জানিয়েছে।’
গতকালই চীনের শুল্ক সংস্থা রাশিয়া থেকে গম আমদানির অনুমোদন দিয়েছে। রাশিয়া বিশ্বের একটি বৃহত্তম গম উৎপাদক দেশ কিন্তু তাদের রফতানি ঝুঁকিপূর্ণ হবে যদি বিদেশী বাজারগুলো ইউক্রেনের উপর আক্রমণের প্রতিক্রিয়া হিসাবে আমদানি বন্ধ করে দেয়। বেইজিং শীতকালীন অলিম্পিকে যোগদানের জন্য পুতিন সর্বোচ্চ-পদের বিদেশী অতিথি হওয়ার পর দুই সরকার ৮ ফেব্রুয়ারী চীনের জন্য রাশিয়ান গম এবং বার্লি আমদানি করার জন্য একটি চুক্তি ঘোষণা করেছে।
ইউক্রেনে বাহিনী পাঠানোর পরিকল্পনা নেই ন্যাটোর : ইউক্রেন ন্যাটোর সদস্য না হলেও সেদেশে রাশিয়া আক্রমণ চালানোয় ‘প্রতিরক্ষা পরিকল্পনা’ চালু করা হয়েছে। তবে ইউক্রেনে মিত্রশক্তির বাহিনী পাঠানোর পরিকল্পনা নেই। গতকাল এক বিবৃতি এই কথা জানিয়েছে ন্যাটো।
তুর্কি প্রণালী বন্ধ করতে আঙ্কারার প্রতি আহŸান : ইউক্রেন আঙ্কারাকে বসফরাস ও দারদানেলিস প্রণালী দিয়ে রুশ যুদ্ধজাহাজ চলাচল সীমিত করার আহŸান জানিয়েছে। ইয়েনি সাফাক সংবাদপত্র তুরস্কে ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিলি বোডনারকে উদ্ধৃত করে বলেছে, তিনি বলেন, ‘আমি তুর্কি প্রশাসনের কাছে ইউক্রেনের জন্য সাহায্য চাচ্ছি। আমরা দাবি করছি যে, বসফরাস এবং দারদানেলেস স্ট্রেইট রুশ যুদ্ধজাহাজের জন্য বন্ধ করা হোক’। দূত ‘সব দেশকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বিরুদ্ধে একটি জোট গঠন করার আহŸান জানিয়েছেন যাতে এ অঞ্চলের আরো বেশি অংশ দখল থেকে যুদ্ধ বন্ধ করা যায়। তিনি বলেন, ‘আমরা বর্তমানে যুদ্ধের অবস্থায় রয়েছি। আমরা সমগ্র বিশ্বকে যুদ্ধের নিয়ম মেনে চলার আহŸান জানাই। বোডনার রাশিয়ার সমস্ত বিদেশী সম্পদ বøক করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেছেন, আমরা আন্তর্জাতিক স¤প্রদায়ের কাছে পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহŸান জানাই’।
প্রণালীর শাসন সংক্রান্ত ১৯৩৬ মন্ট্রেক্স কনভেনশন অনুসারে, বসফরাস এবং দারদানেলিস প্রণালীতে তুরস্কের সার্বভৌমত্ব রয়েছে। নথিতে শুধুমাত্র বাণিজ্য জাহাজের জন্য প্রণালী দিয়ে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। কৃষ্ণ সাগরের দেশগুলো তুর্কি কর্তৃপক্ষকে আগে থেকে অবহিত করে শান্তির সময় প্রণালী দিয়ে যে কোনো শ্রেণীর সামরিক জাহাজ চলাচল করতে পারে। তবে, তুরস্কের যুদ্ধকালীন সময়ে প্রণালী দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের অতিরিক্ত ক্ষমতা রয়েছে। সূত্র : বিবিসি, ডেইলি মেইল, তাস।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ১:৩৭ এএম says : 0
    আমেরিকা সৈন্য পাটাবেন না। ন‍্যাটো সৈন্য পাটাবেন না।শুধু রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা মিত্রদের প্রতি আহবান এর মধ্যে আমেরিকা থাকবেন। ইউক্রেন আমেরিকা ইউরোপ ন‍্যাটোর অস্ত্রের সাহায্য পেলে ও রাশিয়ার সামরিক শক্তিশালী বাহিনীর কাছে দ্রত পরাজিত হবে। আমেরিকার কৌশলে মিত্র শক্তি ফ্রাস কে ব‍্যবহার করতে ইতিমধ্যে উস্কানি দিয়েছেন। এই যুদ্ধ বেশী দিন হবেনা এখনো মুসলমানদের স্বার্থ জড়িত নেই। এরা লাল কুকুর শৃগালের ভাই। এটি ও আমেরিকার আন্তর্জাতিক খেলার নতুন পেক্ষাপট নতুন কৌশলের রাজনীতি পৃথিবীর লক্ষ কোটি মুসলমানদের শাসকগোষ্ঠী আমেরিকার সৃষ্ট পরিস্থিতির স্বীকারে আমেরিকার গোলাম বানিয়ে রেখেছেন ইতিমধ্যে। নাকে রশি লাগিয়েছেন। ইউক্রেন কে রক্ষা করতে আমেরিকা সৈন্য পাটাবেন না। সেখানে মুসলমান নাই। বানিজ‍্য নাই। আমেরিকার কৌশল আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে সৃষ্ট পরিস্থিতি কারণে পৃথিবীর অনেক দেশ ধ্বংস হয়ে গেছেন।এই মুহুর্তে বাংলাদেশ ও আন্তর্জাতিক মানবধিকার সংস্থাগুলোর রিপোর্টে গভীর ষড়যন্ত্রের ঝালে জড়িয়ে নাকে রশি বাদছেন আন্তর্জাতিক খেলার মাঠে আমেরিকা একক পরাশক্তি তাদের বিরুদ্ধে পৃথিবীর সকল মানবধিকার সংস্থাগুলো রিপোর্টে করার শক্তি সামর্থ্য নেই। গোটা মধ‍্যপ্রার্চের মাঠিতে ধ্বংসযজ্ঞ চালিয়ে লাখ লাখ মানুষের রক্তের বন‍্যা বইয়ে দিয়েছেন এই আমেরিকা তার মিত্র ইহুদীদের ইসরাইল। আফগানিস্তান ইরাক লিবিয়া গোটা মধ্যে প্রার্চেকে কবরস্থান বানিয়েছেন আমেরিকা প্রতিবাদ প্রতিরোধ শক্তি সামর্থ্য কিছু নেই। মুসলমানদের মধ্যে একমাত্র ইরান ও ফিলিস্তিনের জনগণের কিছু প্রতিরক্ষামূলক ব‍্যবস্থা ছাড়া। এটি পৃথিবীর বাস্তব পরিস্থিতি। একজন পকৃত ঈমানদারের কাছে পরমানু বৌমার মত শক্তিশালী বৌমা কিছু না। এটিতো আলামতে আখেরি জমানা। নৈতিকতা আদশ‍্যে মানুষ ধ্বংস হয়ে গেছে। হারাম হালাল চিহ্নিত করা কষ্টের। একজন মুসলমান সুদের ব‍্যবসা লাভ বলে পরিকল্পনা করে পৃথিবীর কিছু মানুষ কে বুঝিয়েছেন। ইসলামে সুদের বিরুদ্ধে জঘন্যতম ফতোয়া জেনেও পৃথিবী বাংলাদেশ শহর বন্দর গ্রাম সুদের সাগরে ভাসছে। বাচার সকল রাস্তা বন্ধ ঈমান নিয়েই চলা মশকিল। ঠিক এই পরিস্থিতি বিরাজমান পৃথিবীর সকল দেশে। একমাত্র সমাদান ঈমাম মেহেদী (আঃ) আগমনের মধ্যেই। ভয়ংকর পরমানু শক্তি অস্ত্রের বিশালাকার আয়োজন বিধর্মীদের হাতে। মুসলমান নতজানু দুনিয়ার চিন্তাই রাষ্ট্রীয় ক্ষমতার চিন্তায় ক্ষনস্থায়ী ক্ষুদ্র জীবনের চিন্তায় শয়তানের কাছে বন্ধি। সৌদির নৃত্য নতুন পরিকল্পনা নৈতিকতা ধ্বংসের বিভিন্ন কর্মসূচি কি প্রমাণিত হয়। কিয়ামতের সর্নিকটে মানুষ আর মানুষের মধ্যে নাই। ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে ন‍্যাটো মিত্রদের কি পরামর্শ কি শক্তি কি যুদ্ধ কি মারাত্মক অস্ত্রের ব‍্যবহার হয় দেখার বিষয়। রাশিয়া চীন তাদের মিত্রদের এই যুদ্ধে বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি যুক্তরাষ্ট্রের চায়তেও শক্তিশালী অর্থনৈতিক শক্তি চীনের কাছে আমেরিকার পরাজয় সময়ের ব‍্যপার মাত্র ট্রিলিয়ন ট্রিলিয়ন শক্তিশালী অর্থের শক্ত অর্থনীতি সব গুলো সুচকে চীন এগিয়ে। এটি বাস্তব পরিস্থিতি আমি চীনের বন্ধু নয়। আমেরিকার শক্র নয়। পৃথিবীর করুন চিত্রের করুন পরিণতির ক্ষুদ্র জ্ঞানের ক্ষুদ্র নমুনা কথা লিখছি
    Total Reply(0) Reply
  • Md Rafiq Haque ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ৬:২৬ এএম says : 0
    আমেরিকা সারা বছর পড়াশোনা করলো চীন ও এশিয়ার কিছু মুুসলিম দেশ নিয়ে। কিন্তু পরীক্ষায় আসলো রাশিয়া
    Total Reply(0) Reply
  • Harun Rashid ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ৬:২৬ এএম says : 0
    যতদ্রুত সম্ভব বাংলাদেশীদেরকে দেশে ফিরিয়ে আনা হোক, প্রয়োজনে যদি বাংলাদেশ থেকে বিমান পাঠিয়ে দিতে হয তা দিয়েও যেন আনা হয়।
    Total Reply(0) Reply
  • Ashraf Mahamud ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ৬:২৬ এএম says : 0
    সারাবছর ফিলিস্তিনিদের উপর হামলার জন্য আমেরিকার পক্ষ থেকে ইসরাইলকে সামরিক সহায়তা করা হয়৷ টাকা-পয়সা অর্থ দিয়ে সারা বছর নিরীহ ফিলিস্তিনিদের উপর আমলা করানো হয়৷ তখন কোথায় থাকে ইউরোপীয় ইউনিয়ন! তখন কোথায় থাকে পশ্চিমারা!
    Total Reply(0) Reply
  • Shahidul Islam Sabuj ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ৬:২৭ এএম says : 0
    Politicians should fight among themselves instead of waging war on countries why always innocent people should lose their lives to the greed of their leaders
    Total Reply(0) Reply
  • Mitali Dewan ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ৬:২৭ এএম says : 0
    আমেরিকা আর নেটো বাহিনীরা এখন কোথায় গেলো। ইউক্রেনকে উসকে দিয়ে এখন তো সব হারাবে। যত্বসব আমেরিকা আর নেটো বাহিনীর ভন্ডামি ছাড়া আর কি।
    Total Reply(0) Reply
  • শেখ আবু জুওয়াইরিয়া ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ৬:২৭ এএম says : 0
    যুদ্ধে রাশিয়া ক্ষতিগ্রস্ত হবে,ইউক্রেন ধ্বংস হবে। আমেরিকা ফায়দা হাসিল করবে কিন্ত স্বাধারন জনগনের জন্য দুর্ভিক্ষ আসবে। তাই যুদ্ধ চাই না কারণ যুদ্ধ কোন সমাধন নয়।
    Total Reply(0) Reply
  • En Raj ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ৬:২৮ এএম says : 0
    এসব যুদ্ধ আমার কাছে খুব স্বাভাবিক লাগছে। কারণ আমি ২০০৩ থেকে মধ্যপ্রাচ্যে বাসীর রক্তে মরুর বুক ভিজতে দেখেছি।
    Total Reply(0) Reply
  • Monuar H Munna ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ৬:২৮ এএম says : 0
    যুদ্ধে ইউক্রেন হারবে এটাই সত্যি কিন্তু যাদের কারণে ইউক্রেন যুদ্ধে জোড়ালো সেই আমেরিকা শুধু নিষেধাজ্ঞা জারি করতেছে।
    Total Reply(0) Reply
  • Kabir Ahsan ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ৬:২৯ এএম says : 0
    আমার মতে রাশিয়া সঠিক কাজই করেছে। নয়ত ইউক্রেন ইউরোপীয়ান ইউনিয়নে যোগ দিলে ইউক্রেনকে দিয়ে আমেরিকা রাশিয়া আক্রমণ করাত। কাজেই রাশিয়া আমেরিকার সেই ধান্দা আগেই শেষ করে দিল। পুতিন খুবই বুদ্ধিমান মানুষ। আমি এই যুদ্ধে রাশিয়ার পক্ষে।
    Total Reply(0) Reply
  • MD Biplob ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ৬:২৯ এএম says : 0
    ন্যাটোসহ পশ্চিমারা ইউক্রেনকে একা ছেড়ে দিয়েছে তাই কিয়েভের উচিয় মস্কোর সাথে একটা সমঝোতায় আসা
    Total Reply(0) Reply
  • Mohammad Didarul Alam ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ৬:২৯ এএম says : 0
    আমেরিকা ও তার মিত্ররা কিভাবে একটা দেশকে উষ্কে দিয়ে রাশিয়াকে যুদ্ধে নামালো ! এবার জমজমাট হবে অস্ত্র ব্যবসা।
    Total Reply(0) Reply
  • Ziaul Haque ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৩০ এএম says : 0
    এভাবেই এক একটি দূর্বল দেশের উপর শক্তিশালীদের হামলা যুগের পর যুগ চলে আসছে
    Total Reply(0) Reply
  • মোঃ আমির হোসাইন আল মামুন। ১৫ মার্চ, ২০২২, ১২:১৫ পিএম says : 0
    এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন। মহাদয়,আপনি যা, বলছেন,আমার ও তাই মনে হয়।আমরা যুগের শেষ ধাপে।সামনে যে,আর ও কি হয়,আল্লাই ভাল যানেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ